চট্টগ্রামে নতুন করে ১৬০ জনের শরীরে কভিড-১৯ সনাক্ত
চট্টগ্রামে নতুন করে ১৬০ জনের শরীরে কভিড-১৯ সনাক্ত, মোট সনাক্ত ১৫২১৬
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতু করে আরো ১৬০ জনের শরীরে কভিড-১৯ শনাক্ত হয়েছে।
এর মধ্যে নগরীতে ১১৩ জন ও ৪৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫২১৬ জনে।
সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে দুইজন করোনায় মারা গেছেন। এ দিন সুস্থ হয়েছেন ৫৯ জন।
আত্নমানবতার সেবায় রংপুরের গংগাচড়ার তরুণরা
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ৭ জন, সিভাসুতে ১৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪০ জন,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৭ জন, শেভরণ ল্যাবে ২৬ জন এবং
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪ জনের শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে।
যশোরে ২০ দিনে অবৈধ ১৭ হাসপাতাল- ডায়াগনস্টিক বন্ধ
ডা. সেখ ফজলে রাব্বি আরও বলেন, রোববার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮৭৩ টি।
এর মধ্যে ১৬১ টি বিআইটিআইডিতে, ১১৪ টি সিভাসুতে, ২২৪ টি চমেকে, ১৫৪ টি চবিতে, ১৩১ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব,
৭১ টি শেভরণ ল্যাবে এবং ১৮ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।
উপজেলা পর্যায়ে করোনায় নতুন শনাক্ত ৪৭ জনের মধ্যে লোহাগাড়ার ১, সাতকানিয়ার ৩, বাঁশখালীর ২,
আনোয়ারায় ১, পটিয়ায় ১, বোয়ালখালীতে ৫, রাঙ্গুনিয়ায় ৪, রাউজানে ১২, ফটিকছড়িতে ৩, হাটহাজারীতে ১০,
সন্দ্বীপে ২, মিরসরাইয়ে ২ ও সীতাকুণ্ডে ১ জন রয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে ২৪৫ জনের।
চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ১৯৬ জন, নতুন করে ১৬০ জনের শরীরে কভিড-১৯ সনাক্ত।
/ জুব
Pingback: শৈলকুপায় ৩০০পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক - দ্যা বাংলা ওয়াল