নওগাঁর মহাদবেপুর উপজেলায় মরিচ ক্ষেতে গাঁজার চাষ!
নওগাঁর মহাদবেপুর উপজেলায় মরিচ ক্ষেতে গাঁজার চাষ! ইসলাম মণ্ডল (২৯) পেশায় একজন কৃষক।
শখের বসে তাঁর বসতবাড়ির পাশের সাত শতাংশ জমিতে মরিচ চাষ করেছেন তিনি।
গ্রামবাসীর ভাষ্যমতে ভাল দামও পেয়েছেন মরিচের।
হয়তো দাম বেশি পাওয়ায় মরিচ ক্ষেতে দিনের অধিকাংশ সময় কাটাতেন ইসলাম মণ্ডল।
কিন্তু গ্রামের লোকজন অবশেষে জানতে পারেন মরিচ চাষের আড়ালে গাঁজারও চাষ করছেন তিনি।
ইসলাম নওগাঁর মহাদবেপুর উপজেলার সফাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্র্রামের বাসিন্দা।
পুলিশ গোপন সংবাদে তাঁর মরিচক্ষেত থেকে ১৬টি গাঁজাগাছ জব্দ করেছে। যার ওজন প্রায় ৭ কেজি ৮৫০ গ্রাম।
নড়াইলে চিত্রা নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারদর প্রায় এক লাখ বিশ হাজার টাকা। গাঁজা চাষের অপরাধে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
স্থানীয়র জানায়, মরিচ চাষী ইসলাম ওই ক্ষেতে দিনের বেশিরভাগ সময় কাটাতো।
আমরা ভাবতাম, হয়তো ভালো ফলনের আশায় সে মরিচগাছের রাত-দিন যত্ন নেন।
কিন্তু মরিচ চাষের আড়ালে তিনি যে গাঁজা চাষ করছেন, সেটি আমরা অনেক পরে জানতে পারি।
মরিচগাছের ভিতরে অনেক উঁচু উঁচু গাছ দেখে আমাদের সন্দেহ হয়। খোঁজখবর নিয়ে জানা যায় ওইগুলি গাঁজাগাছ।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় গ্রামের এক ব্যক্তি ফোন করে জানান, তাঁদের গ্রামে মরিচ চাষের আড়ালে এক ব্যক্তি গাঁজার চাষ করছেন।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ”বঙ্গবন্ধু স্কয়ার” উদ্বোধন
এমন খবরে ইসলাম মণ্ডলের মরিচ ক্ষেতে অভিযান চালানো হয়।
পরে সেখানে গিয়ে দেখা যায়, একটি মরিচ গাছের মাঝখানে কয়েকটি গাছ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে।
পরে নিশ্চিত হওয়া যায় সেগুলি গাঁজাগাছ। ওই মরিচক্ষেত থেকে পরে ১৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এসময় ক্ষেতের মালিক ইসলাম মণ্ডলকে আটক করে পুলিশ।
নওগাঁর মহাদবেপুর উপজেলায় মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
স্থানীয়দের খবরে ইসলামের মরিচক্ষেতে অভিযান চালিয়ে ১৬টি গাঁজার গাছ জব্দ করা হয়।
পুলিশ সোমবারে তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
/ আজু

Pingback: নড়াইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত - দ্যা বাংলা ওয়াল
Pingback: কালিয়ায় আওয়ামী লীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - দ্যা বাংলা ওয়াল