দেশব্যাপীআইন- আদালতজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

ঝিনাইদহে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক হয়েছে।

ঝিনাইদহের শৈলকুপায় মমতা খাতুন (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করছে।

ঘটনাটি মঙ্গলবার(১১ আগস্ট) সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর আশ্রয়ন প্রকল্পে।

নিহত ব্যক্তি ওই প্রকল্পের শরিফুল ইসলামের স্ত্রী। এঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

ঘটনার সুত্রে জানা যায়, শরিফুল দ্বিতীয় বিবাহ করার কারণে ১ম স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহ সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা কুষ্টিয়ার সাংবাদিকরা পেলেন

এরই সুত্র ধরে সকাল ৮টার দিকে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে গৃহবধূ।

বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় এক ডাক্তার ডেকে নিয়ে আসলে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

শৈলকুপা থানার এসআই হাদিউজ্জামান জানান,

নিহত গৃহবধূর শরীরের কিছু জায়গায় প্রাথমিক তদন্তে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।

নড়াইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

যে কারণে জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে পুলিশ।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

ঝিনাইদহে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

/ শোউ

http://shopno-tv.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *