দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

দিনাজপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে ২ শিশুর মৃত্যু

দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার পল্লীতে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামে এই ঘটনা ঘটে।

দুপুর ১২টায় পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত ২ শিশু হলেন ওই এলাকার মনমোহন রায়ের ছেলে ছোটন রায় (১০) এবং

ধনঞ্জয়ের ছেলে তমাজ রায় (১২)। তারা সম্পর্কে আপন মামাতো-ফুপাতো ভাই।

কালিয়ায় আওয়ামী লীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানানমঙ্গলবার সকালে  ছোটন ও তমাজ বাড়ীর অদুরে ফাকা মাঠে একটি পুকুরে মাছ ধরতে যায়। 

বেলা ১১টার পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

নড়াইলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে। 

ঐ সময় তাদেরকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

/ কুআ

http://shopno-tv.com

দিনাজপুর ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

নাম: কুরবান আলী পিতা: মৃত: আব্দুর রশিদ মাতা: আনোয়ারা বেগম বর্তমান ঠিকানা: গ্রামঃ পুরাতন ঘাসিপাড়া, পোঃ বাহাদুর বাজার, থানাঃ কোতয়ালী, উপজেলাঃ সদর, জেলা- দিনাজপুর। স্থায়ী ঠিকানা: গ্রামঃ পুরাতন ঘাসিপাড়া, পোঃ বাহাদুর বাজার, থানাঃ কোতয়ালী, উপজেলাঃ সদর, জেলা- দিনাজপুর। জন্ম তারিখ: ২০-০৫-১৯৯৪ ইং মোবাইল নং: ০১৭৩৮-৫৫২০৬৪ রক্তের গ্রুপ: ও নেগেটিভ ই-মেইল: kurbanalli2010@gmail.com কুরিয়ার পাঠানোর ঠিকানা: হোটেল কনকর্ড (আবাসিক), গণেশতলা, দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *