দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

দিনাজপুরে পুকুরের পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার খেলার সময় পুকুরের পানিতে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শিশুর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ রোববার (১৬ আগষ্ট) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের বলারামপুর মাথানাড়ি পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। 

নিহত দেড় বছরের শিশু হলেন এলাকার আরিফ হোসেনের ছেলে জিহাদ।

হবিগঞ্জে ধর্ষণের চেষ্টায় হাতেনাতে ধরা যুবক, ৬ মাসের দণ্ড

হবিগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত

দিনাজপুরে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ খালেক সরকার জানানসকালে খেলার সময় বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হেয়েছে।

অনেকক্ষণ নিখোঁজ থাকার ফলে পরিবারের লোকজন শিশু জিহাদকে খোজাখুজি শুরু করে। 

পরে বাড়ীর পাশের পুকুরে শিশু জিহাদের লাশ ভেসে উঠে।

/ কুআ

http://shopno-tv.com/

দিনাজপুর ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

নাম: কুরবান আলী পিতা: মৃত: আব্দুর রশিদ মাতা: আনোয়ারা বেগম বর্তমান ঠিকানা: গ্রামঃ পুরাতন ঘাসিপাড়া, পোঃ বাহাদুর বাজার, থানাঃ কোতয়ালী, উপজেলাঃ সদর, জেলা- দিনাজপুর। স্থায়ী ঠিকানা: গ্রামঃ পুরাতন ঘাসিপাড়া, পোঃ বাহাদুর বাজার, থানাঃ কোতয়ালী, উপজেলাঃ সদর, জেলা- দিনাজপুর। জন্ম তারিখ: ২০-০৫-১৯৯৪ ইং মোবাইল নং: ০১৭৩৮-৫৫২০৬৪ রক্তের গ্রুপ: ও নেগেটিভ ই-মেইল: kurbanalli2010@gmail.com কুরিয়ার পাঠানোর ঠিকানা: হোটেল কনকর্ড (আবাসিক), গণেশতলা, দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *