দেশব্যাপীআইন- আদালতশিরোনামসর্বশেষসব খবর

রংপুরের গংগাচড়ায় ১০০ বোতল ফেনসিডিল সহ আটক ১

রংপুরের গংগাচড়ায় ১০০ বোতল ফেনসিডিল সহ একজন কে আটক করা হয়েছে।        

উর্দ্ধতন কর্তৃপক্ষের দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে,

চলমান মাদক বিরোধী অভিযানের অংশহিসেবে অদ্য ১৬ আগস্ট ২০ এসআই মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে

গংগাচড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ বোতল ফেনসিডিল ও একটি  মোটরসাইকেল সহ ০১জন কে আটক করা হয়েছে।   

হবিগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত

জানা গেছ, রংপুরের গংগাচড়া উপজেলার বালার ঘাট হাবুতে অভিনব কায়দায় মোটর সাইকেলের সিটের নীচে

একশত বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

এসময় বাবুল মিয়া নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জে ধর্ষণের চেষ্টায় হাতেনাতে ধরা যুবক, ৬ মাসের দণ্ড

বাবুল লালমনিরহাট কালিগঞ্জ উত্তর বালা পাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

গঙ্গাচরা থানার এস আই জাহাঙ্গীর আলম জানান বাবুল দীর্ঘদিন থেকে এ ব্যবসার সাথে জড়িত।

তবে রংপুরের গংগাচড়ায় ১০০ বোতল মাদক ব্যবসার সাথে অন্যান্য যারা জড়িত আছে তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

/ এমএমম

http://shopno-tv.com/

গঙ্গাচড়া (রংপুর) করেসপনডেন্ট

Md Moniruzzaman 01736688726 ,01826979540 Email: monir96126@gmail.com B+

One thought on “রংপুরের গংগাচড়ায় ১০০ বোতল ফেনসিডিল সহ আটক ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *