কুষ্টিয়ার কুমারখালীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত
কুষ্টিয়ার জেলার কুমারখালীতে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণ ও অন্তঃস্বত্তা ছাত্রীর গর্ভপাত করা হয়েছে।
মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি উপজেলার সদকী ইউনিয়নের খোর্দ্দ তারাপুর এলাকায় ঘটেছে।
এ খবর সর্বত্রে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় দেখা দেয়।
একই এলাকার মৃত গণি শেখের ছেলে উকিল শেখ (৩৫) ঐ স্কুল ছাত্রীকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে।
তাঁর এই কাজের সহায়তা করেছে ওই এলাকার মৃত ইসমাইলের ছেলে মো. আলম (৪০) ধর্ষিতার পরিবার জানান,
আমার মেয়েটি প্রাইভেট পড়ার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে পরিকল্পিতভাবে আলম মুখচেপে ধরে জোরপূর্বক ধর্ষক উকিল শেখের কাছে নিয়ে যায় এবং
উকিল তার নিজ ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
শ্রীপুরে হামলা নির্যাতনের ব্যাখ্যা দিলেন বক্তারা
প্রাণনাশের হুমকি দেওয়ায় বিষয়টি কাউকে না জানালে ঘটনার দুই মাস পরে বমি, মাথাঘোরা ও পেটের ব্যথা উঠলে স্থানীয় এক ডায়াগোনষ্টিক সেন্টারে
আল্ট্রাসনোগ্রাম করা হয় এবং রিপোর্ট দেখে চিকিৎসক বলেন মেয়েটি দুইমাসের অন্তঃস্বত্তা।
এবিষয়ে ধর্ষিতার সৎ মা বলেন, প্রাইভেট পড়তে যাওয়ার সময় আলমের সহায়তায় উকিল তার ফাঁকা বাড়িতে নিজ ঘরে জোরপূর্বক ধর্ষণ করে।
যশোরে নভেল করোনায় আক্রান্ত ৩ হাজার ছুঁই ছুঁই
প্রাণনাশের হুমকি দেওয়ায় মেয়েটি ঘটনার ধামাচাপা দেয়।কিন্তু ঘটনার দুইমাস পরে হঠাৎ বমি, পেটে ব্যাথা মাথা ও অসুস্থ হয়ে পড়লে
স্থানীয় ডায়াগোনষ্টিক সেন্টারে পরীক্ষা করলে দুইমাসের অন্তঃস্বত্তা হওয়ার রিপোর্ট আসে এবং চক্ষু লজ্জার ভয়ে কাউকে না জানিয়ে বাচ্চাটি নষ্ট করা হয়।
কিন্তু বর্তমানে আসামী ভিডিও ও ছবি আছে বলে ব্লাকমেইল করতেছে এবং নানাবিধ ভয়ভীতি দেখাচ্ছে।
তিনি আরো বলেন, থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এবিষয়ে থানার ওসি মজিবুর রহমান বলেন, এঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি।
কুষ্টিয়ার কুমারখালীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত এর অভিযোগ পেলে তদন্ত স্বাপক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
/ কেএমতোহোজু
Pingback: নড়াইলে সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা - দ্যা বাংলা ওয়াল
Pingback: নড়াইলে আসামী উপহার পেলেন জায়নামাজ ও ফুলের তোড়া - দ্যা বাংলা ওয়াল