দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

যশোরে মানবাধিকার প্রতিবেদন তৈরিতে প্রশিক্ষণ কর্মশালা

যশোরে সাংবাদিকদের মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)  এই কর্মশালার আয়োজন করে।

সহযোগিতায় ছিলো জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি)।

কর্মশালায় যশেোরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

সাতক্ষীরায় আপত্তিকর ছবি দেখিয়ে চাঁদা দাবি যুবক আটক

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক  তমিজুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি  দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলা,

সাধারণ সম্পাদক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান বকুল।

স্বাগত বক্তব্য দেন বিএমএসএফ’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা ববি নাদিরা।

বিএমএফএফ’র স্থানীয় সমন্বয়কারী ও দৈনিক প্রতিদিনের কথার বার্তা সম্পাদক এইচ আর তুহিনের সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন মানবাধিকার কর্মী সাংবাদিক পলাশ রায়।

কুষ্টিয়ার কুমারখালীতে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

যশোরে মানবাধিকার প্রতিবেদন কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)

সাবেক যুগ্ম মহাসচিব ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।

এসময়  যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন উপস্থিত ছিলেন।

/ বিহো

The Bangla Wall
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

যশোর ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

Md. Billal Hossain 01717127716 Father’s Name : Md. Jalal Laskar Mother’s Name: Mist. Shanaj Begum Present Address: Vill: Churamonkati, PO: Churamonkati, PS: Sadar, Dist: Jessore. DoB: 16-11-1987 Education: HSC billalspandan24@gmail.com NID: 914 921 0065 Blood Group: A+

One thought on “যশোরে মানবাধিকার প্রতিবেদন তৈরিতে প্রশিক্ষণ কর্মশালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *