কুড়িগ্রামের অসহায় পরিবারকে জমি দেয়ার নামে প্রতারণা
কুড়িগ্রামের কাঁঠালবাড়িতে অসহায় পরিবারকে জমি লিখে দেয়ার নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে পরিবারটি। একাধিকবার বিচার সালিশ বৈঠকে জমি লিখে দেয়ার প্রতিশ্রুতি দিলেও
পরবর্তী সময়ে টালবাহনা করছে প্রভাবশালী মহলটি।
এতে দিশেহারা হয়েছে ঐ অসহায় পরিবারটি।
কুষ্টিয়ার ফিলিপনগরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা
জানা গেছে, সদর উপজেলার কাঁঠালবাড়ির গয়ারি গ্রামের মুকুল চন্দ্র রায় ও বাবলু চন্দ্র রায় তারই ভাইয়ের স্ত্রী কল্পনা রানির কাছে
তার মেয়ের বিয়েতে ১৪ শতক জমি ক্রয় করেন।
১৪ হাজার টাকা শতাংশ দরে বায়না স্বরুপ ২ লক্ষ টাকা দেন তারা।
পরবর্তীতে ক্রেতা মুকুল চন্দ্র রায় ও মৃত বাবলু চন্দ্র রায়ের স্ত্রী সুধা রানী রায় জমির বিক্রেতা কল্পনা রানী ও
তার ছেলে কনক চন্দ্রের নিকট জমি লিখে চাইলে তারা টালবাহনা শুরু করেন।
নিরুপায় হয়ে মুকুল কুমার রায় একাধিক সালিশ বৈঠকে বিচার চান।
কিন্তু ওই প্রভাবশালী পরিবারটি সালিশ বৈঠকের সিদ্ধান্তকে একের পর এক বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যান।
বৈঠকে গন্যমান্য ব্যক্তিবর্গকে উক্ত জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ ১০ বছরেও
আজ অবধি জমি কিংবা টাকা কোনটাই ফেরত দেয় নাই।
অপরদিকে, চুপিসারে ওই জমি স¤প্রতি বেলাল হোসেন নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেছে প্রভাবশলী পরিবারটি।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাগলি হয়েছে মা
সালিশ বৈঠকে উপস্থিত হিন্দু সমাজের সভাপতি রবিন্দ্রনাথ মন্ডল, ললিত চন্দ্র, শুভাষ চন্দ্র বর্মণ সহ বিচারক মন্ডলীর অন্যান্য সদস্যরা জানান-
কল্পনা রানী ও তার ছেলে কনক বার বার জমি লিখে দিতে চাইলেও তা করছে না এবং
জমি বাবদ টাকাও ফেরত না দেয়ার বিষয়টি স্বীকার করেন।
এ ব্যাপারে কাঁঠালবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফিরোজ আখতার দুলু বলেন-
বিবদমান দুই পরিবারকে নিয়ে আমি একাধিকবার সালিশ বৈঠক করেছি।
সেখানে জমি বিক্রেতা কল্পনা রানি এবং তার ছেলে কনক জমি লিখে দিতে চেয়েও তা দিচ্ছে না
বরং ওই জমি অন্যত্র বেশি দামে বিক্রি করেছে।
কুড়িগ্রামের অসহায় পরিবারকে জমি দেয়ার নামে প্রতারণা, এলাকাবাসীর দাবি দ্রুত বিষয়টি নিষ্পতি করা হউক।
Pingback: রংপুরের গংগাচড়ায় উন্নয়ন পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত - দ্যা বাংলা ওয়াল
Pingback: হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আ.লীগ থেকে সম্ভাব্য প্রার্থী ছয় জন - দ্যা বাংলা ওয়াল