জন্মদিনে উপহার পাঠানোয় চীনা দূতাবাসের দুঃখ প্রকাশ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনে উপহার পাঠানোয় দুঃখ প্রকাশ করেছে চীনা দূতাবাস।
সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় চীনা দূতাবাসের সামনে বিষয়টি উত্থাপন করলে তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে।
চীনা দূতাবাস ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, দেশটির জাতীয় নীতি অনুযায়ী তারা বন্ধু দেশের প্রধান সারির নেতা ও বিরোধী নেতাদের জন্মদিনে উপহার পাঠায়।
প্রতিবছর তারা এটি করে থাকে। বর্তমানে এটি তাদের কাছে রেওয়াজের মতো হয়ে গেছে।
এ কারণেই তারা বিএনপি চেয়ারপারসনের জন্মদিনে প্রতি বছর উপহার পাঠায়।
কিন্তু চীনা দূতাবাস জানতো না যে, তার এ জন্মদিন পালন নিয়ে বিতর্ক আছে।
মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের আটজন বরখাস্ত
ঢাকার চীনা দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে খালেদা জিয়ার জন্মদিনে উপহার পাঠানো তাদের ভুল ছিল।
বিষয়টি যে স্পর্শকাতর তা তারা আগে বুঝতে পারেনি। এমন ভুল আর হবে না বলেও তারা ঢাকাকে কথা দিয়েছে।
মেজর সিনহা হত্যা: তদন্তে ওসি প্রদীপের সংশ্লিষ্টতা মিলেছে
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্য বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।
এ কারণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদার সাথে দিনটি পালন করা হয়।
কিন্তু এ দিন বেগম খালেদা জিয়া জন্মদিন পালন করে থাকেন।
জন্মদিনে উপহার পাঠানোয় আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়, এটা খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন নয়।
Pingback: বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সর্তকতা নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত - দ্যা বাংলা ওয়াল