নড়াইলে উপকারভোগীদের অধিকার খর্ব করায় মানববন্ধন
নড়াইলে সামাজিক বনায়নে উপকারভোগীদের অধিকার খর্ব করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় নড়াইল পৌর এলাকার ঘোড়াখালী এলাকায় নড়াইল-মাগুরা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘোড়াখালী ও রঘুনাথপুর বনায়ন সমিতির আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঘোড়াখালী ও রঘুনাথপুর বনায়ন সমিতির সভাপতি
মোঃ সাহেব আলী বেগ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ ঈমাম হাসান, ভূক্তভোগী ইউসুফ মোল্যা, মোঃ ইসলাম শেখ,
আরজান বেগ, আবুল কালাম আজাদসহ অনেকে।
বক্তব্যকালে সমিতির সভাপতি সাহেব আলী বেগ ও সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সাইফুল্লাহ বলেন,
নড়াইল পৌরসভার ঘোড়াখালী সড়কে সমিতির মাধ্যমে ২০০৮ সালের জুলাই মাসে বন বিভাগের সহযোগিতায় দ্বিতীয় দফায় ২ কিলোমিটারের অধিক সড়কে
দুই হাজারের বেশি গাছ লাগানো হয়। মাসে ৩হাজার টাকা করে পাহারাদারকে দিয়ে গাছগুলি রক্ষণাবেক্ষণ করেছি।
হবিগঞ্জে আসছেন আ লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল
১২ বছর পর গাছগুলি নিজেদের দাবি করে অবৈধভাবে বিক্রির চেষ্টা চালাচ্ছে।
জেলা পরিষদ কোনদিন খোঁজও নেয়নি। এই সড়কে প্রথম দফায় আমরা সমিতির মাধ্যমে গাছ লাগিয়ে টেন্ডারের মাধ্যমে বিক্রি করি।
প্রথম দফায় বিক্রি করা গাছের লভ্যাংশ অনুযায়ী সুবিধাভোগী, বনবিভাগ, জেলা পরিষদ ও নড়াইল পৌরসভাকে অংশ মোতাবেক ভাগ করে দেয়া হয়।
কিন্তু এবার সবাইকে বঞ্চিত করে জেলা পরিষদ গাছ বিক্রির তৎপরতা চালাচ্ছে।
ইতিমধ্যে গাছে মার্কিং করে গেছে। এ ব্যাপারে জেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
যদি আমাদের অধিকার থেকে বঞ্চিত করে জেলা পরিষদ গাছ কাটতে আসে, তাহলে আমরা উপকারভোগীরা এলাকাবাসীকে সাথে নিয়ে রুখে দাড়াবো।
এ ব্যাপারে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস বলেন,
‘জেলা পরিষদের সাথে ঘোড়াখালী ও রঘুনাথপুর বনায়ন সমিতির কোন চুক্তি নেই।
ইউএনওর ওপর হামলা পুলিশ বলছে হামলাকারী একজনই
নড়াইলে উপকারভোগীদের অধিকার নিয়মানুযায়ী গাছ বিক্রির অর্থ সরকারী কোষাগারে জমা হবে।
এ ব্যাপারে কোন ছাড় দিলে আমার বিরুদ্ধে মামলা হবে।
তবে আইনগতভাবে যদি ওই সমিতি টাকা পায় তাহলে অবশ্যই তাদের টাকা দেওয়া হবে।
এক্ষেত্রে আমার আন্তরিকতার কোন ঘাটতি নেই।’
Pingback: নওগাঁয় নষ্ট এলজিএসপি-২ ব্যাটারি চালিত ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স - দ্যা বাংলা ওয়াল