শ্রীপুরে জৈনা- কাওরাইদ সদ্য নির্মিত রাস্তার বেহাল দশা
শ্রীপুরে জৈনা- কাওরাইদ সদ্য নির্মিত রাস্তার বেহাল দশা; জৈনা থেকে কাওরাইদ সংযোগ সড়কের কাজ এখনো সম্পূর্ণ না হলেও সদ্য কপের্টিং করা রাস্তায় ভাঙ্গন দেখা দেয়।
গত চার মাস আগে মেসার্স্ শান্তা এন্টারপ্রাইজের মাধ্যমে কাওরাইদ রোডের তিন কিলোমিটার রাস্তা কাপেটিং করা হলেও
রাস্তার দুপাশে পর্যাপ্ত মাটি দিয়ে ভরাট না করায় কাওরাইদ ইউপির ৩ নং ওয়ার্ড এলাকায়
কুড়িগ্রামে নদী গর্ভে বিলীন বিস্তীর্ণ জনপদ দিশেহারা মানুষ
কুড়ি খাদ থেকে বৃষ্টির পানি ছোট নালা দিয়ে খিরু নদী পড়ে।
এতে কুড়ি খাদে জলের স্রোতে কালি মন্দির সংলগ্ন স্থানে রাস্তাটি ভেঙ্গে যাওয়ায়
শ্রীপুরে জৈনা- কাওরাইদ ঐ রাস্তা দিয়ে চলাচল এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
সদ্য নির্মিত রাস্তাটির বেহাল দশা ঐ এলাকার জনমনে খোপের সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে সরেজমিনে জানা যায় কাওরাইদ– জৈনা সংযোগ সড়কটি সদ্য মেরামত করা হয়।
কার্পেটিংয়ে পাথরের পরিবর্তে ব্যবহার করা হয় নিম্ন মানের ইটের খোয়া।
তিনদিনে বাংলাদেশ থেকে ভারতে গেল ১৯৭ মেট্রিক টন ইলিশ
নির্মান হয়নি রাস্তায় থাকা কোন কালভার্ট প্রতিটি কালভার্ট এখন ঝুকিপূর্ণ।
বিশেষ করে সোনাব কালি মন্দির সংলগ্ন কালর্ভাটসহ চারটি কালর্ভাট রয়েছে।
প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে ছোট বড় অনেক যান চলাচল করে। যে কোনো সময় ঘটে যেতে পারে প্রাণ হানির মত ঘটনা।
ঐ এলাকার বিজয় চন্দ্র বমণ বলেন চার মাস আগে এখানে কাপেটিং করা হলেও রাস্তার দু’পাশে পর্যাপ্ত মাটি না দেওয়ায়
সামান্য বৃষ্টি হলেই কুড়ি খাদের পানি খিরু নদী পড়ে।
বৃষ্টির পানির কারনে ও নিন্মমানের ইটা ব্যবহারে রাস্তার এ অবস্থা সৃষ্টি হয়েছে। কথা হয় একই এলাকার ফারুক শেখের সাথে।
চাঁদাবাজির দায়ে পদ হারিয়ে গ্রেপ্তার হলেন ছাত্রলীগ নেতা
তিনি বলেন কুড়ি খাদের পাশে রাস্তায় যে গর্তের সৃষ্টি হয়েছে এতে যে কোনো সময় দুর্ঘ্টনা ঘটতে পারে।
ঐ এলাকার আমসার আলী (৭৩) জানান, এ রাস্তার এক পাশে খিরু নদী আর অপর পাশে কুড়ি খাদ।
সামান্য বৃষ্টি হলেই খাদের পানির স্রোতে রাস্তা ভেঙ্গে যায়। রাস্তার দু পাশে মাটি না দেওয়ায় এমটি হচ্ছে তার দাবি।
কাওরাইদ বাজার ব্যবসায়ী শাহীন ফকির বলেন, রাস্তার দু’পাশে মাটি না দেওয়ায় এমন গর্ত হতে পারে।
এ রাস্তার ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক কাজল বলেন যতটুকু কাপেটিং করা হয়েছে তা নিয়ম মেনেই করা হয়েছে।
শ্রীপুরে জৈনা- কাওরাইদ সদ্য কালর্ভাট নিমার্ণ এটি নাকি অন্য প্রকল্পের কাজ।
হবিগঞ্জে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে প্রশাসন
শ্রীপুর উপজেলা প্রকৌশলী সৈয়দ আবু সবুর বলেন, রাস্তাটির কাজ এখনো সম্পন্ন হয়নি।
ইতিমধ্যে কার্পেটিং করা রাস্তদা ভাঙ্গার বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
Pingback: হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক প্রত্যাহার - দ্যা বাংলা ওয়াল
Pingback: কালিহাতীতে পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা - দ্যা বাংলা ওয়াল