তাকসিমকে আরো ৩ বছর ঢাকা ওয়াসার এমডি রাখার প্রস্তাব
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিমকে আরো ৩ বছর বছর বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে।
শনিবার ( ১৯ সেপ্টেম্বর) বিকালে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত সংস্থার বিশেষ বোর্ড সভায় এ প্রস্তাবনা পাশ হয়।
প্রস্তাবনাটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত আকারে পাঠানো হবে বলে জানা গেছে।
নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা গড়তে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী
বোর্ড সভায় উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ড সভায় উপস্থিত বেশিরভাগ সদস্যের সম্মতিতে প্রস্তাবটি পাশ হয়।
তাকসিম এ খানের পঞ্চম দফায় পাওয়া নিয়োগের মেয়াদ আগামী ১৪ অক্টোবর শেষ হবে।
এবার তিনি নিয়োগ পেলে ষষ্ঠবারের মত ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পাবেন তাকসিম এ খান।
কুড়িগ্রামে ব্যবসায়ী সমিতির কমিটি গঠন ও পরিচিতি সভা
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা ওয়াসা’র সচিব প্রকৌশলী শারমিন হক আমীরের সই করা এক নোটিশে
‘ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম বিশেষ সভা (অনলাইন মিটিং) গতকাল ৫টায় আহবান করা হয়।
সভার আলোচ্য সূচিতে বলা হয়, ‘ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিমকে আরো ৩ বছর এর জন্য
নিয়োগের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ।’
এর পরিপ্রেক্ষিতে গতকাল সভাটি অনুষ্ঠিত হয়।
Pingback: ট্রাম্পের নামে পাঠানো চিঠিতে বিষাক্ত পদার্থ পাওয়া গেছে - দ্যা বাংলা ওয়াল