ফের লকডাউনের কথা ভাবছে না সরকার
দেশে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভের আশঙ্কা করা হচ্ছে। তবে সেকেন্ড ওয়েভ শুরু হলে ফের লকডাউনের কথা এখনই ভাবছে না সরকার।
মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় করোনা ভাইরাস নিয়ে আলোচনা হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান,
কোভিডের সেকেন্ড ওয়েভ মোকাবিলায় সারা দেশে লকডাউনের কথা ভাবছে না সরকার।
ভিপি নুরসহ ছয় জনের বিরুদ্ধে একই ছাত্রীর আরেক মামলা
কারণ, লকডাউনে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।
অর্থনীতি সচল রেখেই করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘যদি করোনার সেকেন্ড ওয়েভ আসে আমরা টোটাল প্রোগ্রামকে ভাগ করে নিয়েছি।
ক্লিনিক্যাল সাইডটা আমাদের এক্সপার্টরা রেডি করবেন। যদি রোগটা বিস্তার করে, কীভাবে তার ট্রিটমেন্ট প্ল্যান হবে।
সাপ্লিমেন্টারি ক্লিনিক্যাল সাইট, যেহেতু শীতের সময় অ্যাজমা, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা বেশি থাকবে, সেটাও সবাইকে সচেতন করে দেওয়া এবং
তারও একটা ট্রিটমেন্ট প্ল্যান রেডি করা।’
করোনা টিকা বণ্টনে ১৫৬টি দেশের ‘ঐতিহাসিক’ চুক্তি
সচিব বলেন, ‘ব্যাপক প্রমোশনাল ক্যাম্পেইন চালাতে হবে, সবাই যাতে মাস্ক পরে। সবাই যাতে দূরত্বটা বজায় রাখে।
ফের লকডাউনের কথা মনে রেখে স্বাস্থ্য নির্দেশিকা সবাই যাতে মেনে চলে। ’
অক্টোবর ও নভেম্বরের দিকে শীতের প্রকোপ বাড়লে করোনার সংক্রমণ বাড়তে পারে।
আর এমনটি হলে সেটি হবে কোভিডের সেকেন্ড ওয়েভ।
Pingback: গত ৩ দিনে চালের দাম বেড়েছে - দ্যা বাংলা ওয়াল