টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
টাঙ্গাইলে কালিহাতীতে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে কালিহাতী মডেল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক
ওয়াজেদ আলী খানকে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় ঐ বিদ্যালয়ের কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রিফাত হত্যা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় আজ
এর পূর্বে মেয়ের বাবা বাদি হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নিষেধাজ্ঞা অমান্য করে
উপজেলা সদরের দক্ষিণ বেতডোবার কালিহাতী মডেল প্রি-ক্যাডেট স্কুলে মাসিক পরীক্ষা চলছিল।
মঙ্গলবার দুপুরে পরীক্ষা চলাকালীন পরীক্ষা শেষ হওয়ার আগে ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে কথা বলার সময় শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয়।
টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে এ সময় ওই ছাত্রী কান্নারত অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।
টাঙ্গাইলের যমুনা নদীতে পানি কমার শুরুতেই তীব্র ভাঙ্গন
স্থানীয়রা গঠনাটি বুঝতে পেরে শিক্ষক ওয়াজেদ আলীকে গণধোলাই দিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে।
এ সময় ওই ছাত্রীর অভিবাবক পুলিশে খবর দিলে বিকাল ৪টার দিকে প্রাথমিক চিকিৎসা শেষে বিদ্যালয়ের পরিচালক অভিযুক্ত ওয়াজেদ আলী খানকে আটক করে।
পরে সন্ধ্যায় মেয়ের বাবা বাদি হয়ে মামলা দায়ের করে। ঘটনার সত্যতা পেয়ে পুলিশ তাকে ঐ মামলায় গ্রেপ্তার দেখায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ইতিপূর্বেও এরকম একাধিক ঘটনায় জেলহাজতে ছিলেন ওয়াজেদ আলী খান।
সাতক্ষীরায় হত্যা মামলায় চেয়ারম্যান গ্রেফতার
এ প্রসঙ্গে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছে।
বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
Pingback: নড়াইলে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা - দ্যা বাংলা ওয়াল
Pingback: রিফাত হত্যা : স্ত্রী মিন্নিসহ ৬ জনের ফাঁসি, ৪ জন খালাস - দ্যা বাংলা ওয়াল
Pingback: নাগরপুর- সলিমাবাদ- চৌহালীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন - দ্যা বাংলা ওয়াল