দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

রাজবাড়ীতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

রাজবাড়ীতে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়া বাড়ি গ্রামে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রবিউল ফকির (৪৩) নামে এক যুবক নিহত হয়েছে। 

নিহত রবিউল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের আবুল ফকিরের ছেলে। 

সাতক্ষীরায় ফেনসিডিল সহ স্যানিটারি ইন্সপেক্টর আটক

এলাকাবাসী সূত্রে জানা যায়,রোববার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে জমি-জমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হলে

গুরুতর আহত রবিউলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

রবিউলের মৃত্যুর বিষয়টি তার ভাই নবাবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বশির আহম্মেদ নিশ্চিত করেছেন। 

নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হাসান আলী বলেন, পারিবারিক জমি নিয়ে নবাবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম ফকির এবং

ভারত থেকে আসা যাত্রীদের শুকনা খাবার হাইজিন কিট বিতরন

বশির ফকিরের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। রোববার বিকালে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।

এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আতদের মধ্যে রবিউলের মাথায় টেটাবৃদ্ধ হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল মারা যায়। 

সোনালী আঁশের উপযুক্ত দাম পেয়ে কৃষক পরিবারে বইছে খুশি

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে থানার

উপ-পরিদর্শক মো. জাহিদকে পাঠানো হয়।

রাজবাড়ীতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত থানায় কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি।

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/ আই

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

রাজবাড়ী ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

Ashraful Islam Emran Cell: 01755-084597, 01869-724474 Email: khanemran472@gmail.com Academic Qualification: HSC 2015 Father’ Name: Arshed Ali Mother’s Name: Parvin Akter Date of Birth: 07-01-1993 Blood Group: o+ (ve) Vill-Kurshi, PO: Padamdi, Upazila-Baliakandi, Rajbari

2 thoughts on “রাজবাড়ীতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *