মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন
সোমবার বিকালে হবিগঞ্জের বানিয়াচং মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন শেষে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
সুরের মূর্ছনা যার কন্ঠ থেকে বাতাসে ভেসে বেড়ায়
আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন শহীদ মিনার আত্ম মর্যাদার প্রতীক, চেতনা সাম্য মাতৃভাষার প্রতীক।
শহীদ মিনারের সাথে জড়িয়ে আছে বাংলার ইতিহাস।
এমপি আব্দুল মজিদ খান আরো বলেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জোরালো দাবি অনেক পুরোনো।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম পাকিস্থানি শাসক গোষ্ঠির রক্তস্নাত রোসানলে পড়ে নিরস্ত্র স্বাধীনচেতা বাঙ্গালীরা।
ভাষার জন্য জীবন দিয়ে বাঙ্গালীরাই দেখিয়ে দেয় দাবি আদায়ের পথপরিক্রমা। এরপর নানা পর্যায় পেড়িয়ে ৭১’।
একাত্তরের যুদ্ধেই আসে চূড়ান্ত বিজয়।
নওগাঁয় চতুর্থ দফা বন্যায় ৬৭২৭ হেক্টর জমি তলিয়ে গেছে
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও এসএমসির শ্রেষ্ঠ সভাপতি এস এম খোকন’র সভাপতিত্বে ও
সদস্য মখলিছ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,
ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত বিশ্বাস,
বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, রতœা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ তাহের,
প্রধান শিক্ষক সাইফুল আলম. আসাদুজ্জামান খান, কামরুজ্জামান খান,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগম,
নড়াইলে চল্লিশ বোতল ফেনসিডিলসহ দু’জন গ্রেফতার
সাংবাদিক এস এম খলিলুর রহমান রাজু, সহকারী শিক্ষক, কমিটির সদস্যগণ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির স্বাগত বক্তব্যে ২টি স্টিট লাইট, মাটি ভরাট ও
একটি অভিভাবক শেড স্থাপনের দাবী পূরণের আশ্বাস প্রদান করেন।
Pingback: নারীর উন্নয়ন ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয় - দ্যা বাংলা ওয়াল
Pingback: সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ - দ্যা বাংলা ওয়াল