আজমিরীগঞ্জে এসিল্যান্ড এর নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড উত্তম কুমার দাসের নামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ভয় দেখিয়ে
চাঁদা আদায়ের চেষ্টা করেছে একটি সংঘবদ্ধ চক্র।
এ বিষয়ে বুধবার (১৪ আক্টোবর) আজমিরীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস।
যশোরে করোনায় মৃত্যু ৫৭ আক্রান্ত ৪ হাজার ছাড়িয়েছে
জানা যায়,গত ১৩ অক্টোবর মঙ্গলবার আজমিরীগঞ্জ বাজারের মিষ্টি ব্যবসায়ী টুম্পা মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রিতেষ রায়ের ব্যবহৃত মুটোফোনে একটি কল আসে এবং
উক্ত নাম্বার ব্যবহারকারী নিজেকে আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস হিসেবে নিজের পরিচয় দেয়।
এসময় সে বলে- ‘কিছুক্ষণ পর আপনার (টুম্পা মিষ্টান্ন ভান্ডারে) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হবে এবং দুই লক্ষ টাকা জরিমানা করা হবে।’
তখন রিতেষ রায় বলেন- ‘স্যার আমি ক্ষুদ্র ব্যবসায়ী’ আমাকে এতো টাকা জরিমানা করলে আমি কিভাবে দিবো?’ উত্তরে ওই প্রতারক তখন বলে-
‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো না, আপনি এই নাম্বারে ১৫ হাজার টাকা বিকাশ করেন।’
তখন রিতেষ রায় বলেন- ‘আমিতো এতো টাকা দিতে পারবো না।’ সর্বশেষ দর কষাকষিতে ৪ হাজার ধার্য করা হয়।
তখন প্রতারক তাৎক্ষণিক উক্ত নাম্বারে টাকা বিকাশ করতে বললে কৌশলে বেকে বসেন রিতেশ রায়। তিনি টাকা সন্ধ্যায় বিকাশ করবেন বলে ফোন কেটে দেন।
কিছুক্ষণ পর ওই প্রতারক চক্রের আরেক সদস্য পুনরায় রিতেশ রায়ের মুঠোফোনে সহকারী কমিশনারের পিয়ন পরিচয়ে ফোন আসে।
তখন রিতেশ রায়কে বলা হয় ‘আপনি স্যারের ফোন কেনো কেটে দিলেন?’ উত্তরে রিতেশ রায় বলেন- ‘আমি এখন টাকা দিতে পারবো না।’
এরপর রিতেশ রায় বাজারের কয়েকজন ব্যবসায়ীকে বিষয়টি বললে উনারা টাকা না পাঠিয়ে সরাসরি সহকারী কমিশনার (ভূমি)
আজমিরীগঞ্জে এসিল্যান্ড উত্তম কুমার দাসের সঙ্গে সাক্ষাতে দেখা করা পরামর্শ দেন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে রিতেশ রায় সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাসের সাথে দেখা করে বিষয়টি জানালে
সলঙ্গায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটি
অবাক হয়ে যান সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস।
এরপর উত্তম কুমার দাস থানায় গিয়ে উক্ত দুইটি নাম্বারের চাঁদা দাবির বিষয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন (ডায়েরি নং -৫২৬)।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস বলেন- ‘বিষয়টি শুনে আমি তাৎক্ষণিক থানায় উক্ত নাম্বার দুটি এবং চাঁদা দাবির বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছি।
Pingback: সাতক্ষীরায় কলারোয়ায় একই পরিবার ৪ জন খুন - দ্যা বাংলা ওয়াল