নাভারণে ভেজাল শিশু খাদ্যসহ কারখানা মালিক আটক
যশোরের নাভারণে ভেজাল শিশু খাদ্যসহ বাবুল হোসেন (৪৩) নামে এক কারখানা মালিককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস।
আটক বাবুল হোসেন উত্তর দেউলি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
হবিগঞ্জে বাস মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত : আহত ১০
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সোলায়মান আক্কাসের নেতৃত্বে
ঝিকরগাছা উপজেলার নাভারণ কলোনি এলাকার বাবুল হোসেনের লিজ নেয়া একটি ফুড কারখানায় অভিযান চালানো হয়।
পঞ্চগড় সীমান্তে সতর্কতা : আকবরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
এ সময় ভেজাল ৫৫২ পিস হাই স্পিড নামক কোমল পানীয়, এক হাজার ২৪৮ পিস রোবট নামক কোমল পানীয়, দেড়শ গ্রাম লিচুর ফ্লেবার,
৫০ গ্রাম আমের ফ্লেবার, ৫শ গ্রাম জাফরং এবং ৫শ গ্রাম ঘনচিনি উদ্ধার করা হয়।
নাভারণে পরে এসব ভেজাল এসব শিশু খাদ্যসহ বাবুলকে আটক করা হয়।
Pingback: যশোর সদর উপজেলা উপ নির্বাচন: রাত পোহালেই ভোট - দ্যা বাংলা ওয়াল
Pingback: দূর্গোৎসব উপলক্ষে জেলা যুবলীগ নেতার ডেগচি বিতরণ - দ্যা বাংলা ওয়াল