পঞ্চগড় সীমান্তে সতর্কতা : আকবরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় সীমান্তে এস আই আকবর এর দেশত্যাগে সতর্কতা জারি করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) ও ইমিগ্রেশন বিভাগ।
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ঘটনায় রায়হান আহেমেদের মৃত্যুতে অভিযুক্ত এসআই আকবরের দেশত্যাগ ঠেকাতে এ নির্দেশনা বিজিবি ও ইমিগ্রেশন বিভাগের।
সোমবার(১৯ অক্টোবর) পঞ্চগড়ে অবস্থিত বাংলা বান্দা স্থলবন্দরের ইমিগ্রেশন বিভাগের দায়িত্বরত কনস্টেবল আমিনুর রহমান বলেন,
বাংলাবান্দা স্থলবন্দর করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে, এ পথ দিয়ে কেউ ভারতে অনুপ্রবেশ করতে পারবে না।
এ দিকে পাঞ্চগড় বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট খন্দকার রহমান বলেন,
কোন অপরাধী সীমান্তপথ ব্যবহার করে যাতে কেউ ভারতে যাতায়াত করতে না পারে সে বিষয়ে পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
হবিগঞ্জে বাস মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত : আহত ১০
উল্লেখ, গত ১০ সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদ নামের এক যুবককে পুলিশি হেফাযতে
নির্যাতন চালায় এসআই আকবর এবং ১০ হাজার টাকা দাবি করে।
ভোরে রায়হানের বাবা টাকা নিয়ে আসলে তাকে ফেরত দিয়ে সকাল ১০টায় আসতে বলা হয়।
১০টায় ওসমানি মেডিকেলে রায়হানের বাবা গেলে তিনি জানতে পারেন রায়হান মৃত।
এ ঘটনায় অভিযুক্ত এসআই আকবারকে প্রধান আসামি করে রাতেই মামলা দায়ের করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।
মামলার তদন্তভার গ্রহণ করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্তিগেশন (পিবিআই)।
সাতক্ষীরায় বিল থেকে কলেজে ছাত্রের মরদেহ উদ্ধার
চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই পলাতক এসআই আকবর। বরখাস্ত করা হয়েছে পুলিশ ফাঁড়ির চার সদস্যকে।
পঞ্চগড় সীমান্তে সতর্কতা এ ছাড়াও প্রত্যাহার করা হয়েছে আরও তিন জন পুলিশ সদস্য।
/ মোঃ ছিদ্দিকুর রহমান