নড়াইলে নদীতে ডুবে শিশুর মৃত্যু
নড়াইলে কালিয়া বাজার এলাকায় নবগঙ্গা নদীতে ডুবে কালু মোল্যা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
কালু কালিয়া পৌর এলাকার ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা রকিব মোল্যার ছেলে।
নড়াইলে তৃতীয়বারের মতো ফটো প্রতিযোগিতা অনুষ্ঠিত
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যায় কালু।
তবে দীর্ঘ সময় পরেও বাড়িতে না ফেরায় তাকে খোঁজ করেন পরিবারের সদস্যরা।
এক পর্যায়ে নবগঙ্গা নদীর স্লুইচগেট খালের মুখে শিশুটি ভেসে উঠে।
সড়ক দুর্ঘটনায় নড়াইলে মোটরসাইকেল চালক নিহত
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইলে নদীতে ডুবে শিশুর মৃত্যুর এ ঘটনায় পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
Pingback: তালায় প্রতিবন্ধী পরিবারের প্রাণনাশের হুমকি ভাংচুর - দ্যা বাংলা ওয়াল