নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত
’মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার ৩১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইনস্ এর ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে এই কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তারে সভাপতিত্বে নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন
নদী সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে নাগরপুরে মানববন্ধন
নওগাঁ সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান।
এতে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কেএম মামুন খান (চিশতি),
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা প্রমূখ।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শান্তিময়, সুখী সমৃদ্ধশালী এবং সুশৃংখল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গিকার
বাস্তবায়নের লক্ষ্যে এক সাথে সকলকে কাজ করার আহবান জানান।
সভায় কমিউনিটি পুলিশিং ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মকান্ডের উপর আলোকপাত করা হয়।
গংগাচড়ায় জাপা’র সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়
এসময় বিভিন্ন উপজেলার কমিউনিটি পুলিশিং এর সভাপতি-সাধারণ সম্পাদকসহ পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে কমিউনিটি পুলিশিং এ বিশেষ ভূমিকা রাখায় পোরশা উপজেলার কমিউনিটি পুলিশিং এর সভাপতি শাহজাহান আলী ও মহাদেবপুর থানার এসআই
খোকন কুমার কুন্ডুকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
Pingback: বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক সদস্যদের পরিচয় পত্র বিতরণ - দ্যা বাংলা ওয়াল