কেরানীগঞ্জে ১১ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষন ধর্ষক গ্রেপ্তার
কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ১১ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে মো: মিরাজ (২৫) নামে এক ধর্ষককে
গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, শনিবার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়তে হবে
কেরানীগঞ্জে ১১ বছরের ধর্ষনের স্বীকার শিশুটির মা জানান, তার মেয়ে (১১) একজন মানসিক প্রতিবন্ধী।
তারা দীর্ঘদিন ধরে ইসলামাবাদ এলাকা একটি বাড়িতে ভাড়া থাকেন। ধর্ষক মো: মিরাজ (পিত: ইউনুস ফরাজী), ও একই বাড়িতে ভাড়া থাকে।
বৃহস্পতিবার রাতে মিরাজ আমার মেয়ের হাতে একটি দশ টাকার নোট দিয়ে কিছু কিনে দিবে এই বলে তার রুমে নিয়ে যায়।
রুমে নিয়ে আমার মেয়ের মুখে গামছা পেচিয়ে জোড় পূর্বক ধর্ষন করে, সেই সাথে মেয়েকে ভয় ভীতি দেখায়।
গংগাচড়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তীতে আমার মেয়ে ঘরে এসে আমাকে সব কিছু বলে। আমি এলাকার মুরব্বিদের সাথে কথা বললে তারা আইনের আশ্রয় নিতে বলে।
পরে আমি কেরানীগঞ্জ মডেল থানায় এসে মামলা করি।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম জানান, প্রতিবন্ধী শিশুটির মা শুক্রবার থানায় এসে অভিযোগ করলে,
অভিযুক্ত মিরাজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে।
আমরা বিজ্ঞ আদালতে সর্বোচ্চ শাস্তির জন্য আপিল করবো।
Pingback: গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাইয়ের স’মিল দখলের অভিযোগ - দ্যা বাংলা ওয়াল