দেশব্যাপীশিক্ষাঙ্গনপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

নিরপেক্ষতা মুক্ত জ্ঞানচর্চা ও গবেষণার উর্বর ক্ষেত্র হবে ইবি

নিরপেক্ষতা মুক্ত জ্ঞানচর্চা ও গবেষণার উর্বর ক্ষেত্র হবে ইবি। ২২ নভেম্বর ৪২তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস।

এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন “সাদা দল”।

শুক্রবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানান দলের নেতৃবৃন্দ।

ইবি সাদা দলের আহবায়ক অধ্যাপক ড.একে এম মতিনুর রহমান ও সদস্য সচিব ড. এএসএম শরফরাজ নেওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

শ্রীপুরে পোশাক কর্মীর লাশ উদ্ধার ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

বিজ্ঞপ্তিতে তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও বৈচিত্র্যতায় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলছে।

নিরপেক্ষতা মুক্ত জ্ঞানচর্চা এরই সাথে আধুনিক জ্ঞানচর্চা, ধর্মীয় মূল্যবোধের মধ্যে সমন্বয় সাধন করে দক্ষ মানবসম্পদ

তৈরীতে কৃতিত্বের স্বাক্ষর অব্যাহত রাখছে প্রতিষ্ঠানটি।

কিন্তু এরপরেও বিশ্ববিদ্যালয়টি আজও তার অভিষ্ট লক্ষে পৌঁছাতে সক্ষম হয়নি বলে এতে উল্লেখ করা হয়।

জাবি অধ্যাপক হিমেল বরকত মারা গেলেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্মদিনকে স্মরণ করে ইবি ক্যাম্পাসকে মুক্ত জ্ঞানচর্চা ও গবেষণার উর্বর ক্ষেত্র হিসেবে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে দলটি।

এছাড়াও বিজ্ঞপ্তিতে ইবি’র লক্ষ ও উদ্দেশ্যকে সমুন্নত রেখে স্বচ্চতা, নিরপেক্ষতা ও জবাবাদিহিতার সাথে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য

বর্তমান প্রশাসনের প্রতি আশাবাদ ব্যক্ত করেন দলের নেতাকর্মীরা।

/ রাকিব হোসেন

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

ইসলামী বিশ্ববিদ্যালয় করেসপনডেন্ট

RAKIB HOSEN Contact number: +8801732852519 E-mail: rakibhosen242@gmail.com Father’s Name : Abdul Hamid Mother’s Name : Rafiza khatun Present Address : Sheikhpara, Shailakupa, Jhenaidah Per Addres : Village: Jafarpur, PO:Tarali, P/S: Kaliganj, District: Satkhira Date of Birth : 3 April 2001. Blood Group : A+ (ve)

One thought on “নিরপেক্ষতা মুক্ত জ্ঞানচর্চা ও গবেষণার উর্বর ক্ষেত্র হবে ইবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *