যশোরে ছুরিকাঘাতের ঘটনায় মাদক ব্যবসায়ীদের বাড়ি ভাংচুর
যশোরে ইজারাদারকে ছুরিকাঘাতের ঘটনায় মাদক ব্যবসায়ীদের বাড়ি ভাংচুর।
যশোর শহরের বারান্দীপাড়া বৌ বাজারের ইজারাদার ইউসুফ হোসেন (২০) ছুরিকাঘাতে জখম করা হয়েছে।
তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক খুলনায় রেফার্ড করেছেন। ইউসুফ বৌ বাজার এলাকার হামিদ গাজীর ছেলে।
যশোরে ছুরিকাঘাতের ঘটনায় ইউসুফকে ছুরিকাঘাতের পর বাজার মনিরের লোকজন ক্ষুব্ধ হয়ে হামলাকারী মাদক ব্যবসায়ীদের দুটি বাড়ি ভাংচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বারান্দীপাড়া কাঠাঁলতলা এলাকার বৌ বাজারটি ইজারা নিয়েছেন ওই এলাকার কসাই মনির।
বেনাপোল কাস্টমসে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন
তার নেয়া বাজারে প্রতিদিন খাজনা আদায় করে ইউসুফ আলী।
বুধবার বেলা ১২টার দিকে একই এলাকার ইউনুচের ছেলে রেজাউল ও শেখহাটি এলাকার আল আমিন তাকে বাজারের আকাশের দোকানের সামনে পেয়ে ছুরিকাঘাত করে।
গুরুতর অবস্থা্য় ইউসুফকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সার্জারী বিভোগের সহযোগী অধ্যাপক ডা. এনকে আলম জানান, ৭টি আঘাতের মধ্যে আহতের পেটের আঘাতটি বেশি গুরুতর।
উন্নত চিকিৎসার জন্য ইউসুফকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ,এই ঘটনার পর কসাই মনিরের লোকজন ইউসুফের ওপর হামলাকারী রানা ও রুবেলের বাড়ি ভাংচুর করেছে।
বেনাপোল বাজারে ‘নো মাস্ক নো সেল’ কর্মসূচি চালু
শিমুল নামে এক যুবক জানায়, এলাকার নান্টু একজন মাদক সম্রাট। তার ছত্রছায়ায় একদল যুবক বৌ বাজারে প্রকাশ্যে মাদকের ব্যবসা করে।
দুই দিন আগে এর প্রতিবাদ করেছিলো ইউসুফ।
এরই জেরে নান্টুর নির্দেশে আলআমিন, শুভ, রুবেল, রানাসহ আরো কয়েকজন ইউসুফকে প্রকাশ্যে ছুরিকাঘাতে জখম করেছে।
সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তুষার কুমার মন্ডল জানিয়েছেন, ‘বারান্দীপাড়া বৌ বাজার এলাকায় ছুরিকাঘাতে যুবক জখম হয়েছে বলে শুনেছি।
যশোরে ছুরিকাঘাতের ঘটনায় বাড়ি ঘর ভাংচুরের কোন তথ্য পাইনি।
Pingback: তালায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন - দ্যা বাংলা ওয়াল