চারণ কবি বিজয় সরকারের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ
আজ (৪ ডিসেম্বর) চারণ কবি একুশে পদকপ্রাপ্ত কবিয়াল বিজয় সরকারের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ।
১৯৮৫ সালের এই দিনে (৪ ডিসেম্বর) ভারতের পশ্চিমবঙ্গে তিনি পরলোকগমন করেন।
পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাঁকে সমাহিত করা হয়। তার দুই ছেলে কাজল অধিকারী, বাদল অধিকারী ও মেয়ে বুলবুলি অধিকারী ভারতে বসবাস করেন।
কুড়িগ্রাম পৌর নির্বাচনে মেয়র প্রার্থীদের ৫ জন বৈধ
করোনা মহামারীর কারনে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে না।
একুশে পদকপ্রাপ্ত গুণী এ শিল্পী ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারী নড়াইল সদর উপজেলার নিভৃতপল্লী ডুমদি গ্রামে বাবা নবকৃষ্ণ অধিকারী ও
মা হিমালয়া দেবীর সংসারে জন্মগ্রহণ করেন।
চারণ কবি বিজয় শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তাঁকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।
বিজয় সরকারের প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য তিনি ‘সরকার’ উপাধি লাভ করেন।
প্রায় দুই হাজার গান লিখে তাতে সুর দিয়েছেন তিনি।
সাভারে করোনার প্রভাবে বন্ধ হলো ৫ পোশাক কারখানা
অসা¤প্রদায়িক চেতনার কবি বিজয় সরকার গেয়েছেন-নবী নামের নৌকা গড়/ আল্লাহ নামের পাল খাটাও/ বিসমিল্ল¬াহ বলিয়া মোমিন/ কূলের তরী খুলে দাও…।
কিংবা আল্লাহ রসূল বল মোমিন/ আল্লাহ রসূল বল/ এবার দূরে ফেলে মায়ার বোঝা/ সোজা পথে চল…।
পোষা পাখি উড়ে যাবে সজনী/ ওরে একদিন ভাবি নাই মনে/ সে আমারে ভুলবে কেমনে…।
তুমি জানো নারে প্রিয়/ তুমি মোর জীবনের সাধনা…।
Pingback: সুনামগঞ্জে দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধনে হামলা - দ্যা বাংলা ওয়াল