দেশব্যাপীকৃষি ও প্রযুক্তিপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

শার্শায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

যশোরের শার্শায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা মেনে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

শার্শা উপজেলা পরিষদ চত্বরে এই শার্শায় জাতীয় বিজ্ঞান মেলা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।

এ সময় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেন, মেলায় স্বাস্থ্য বিধি মেনে দর্শকদের সমাগম হয়েছে।

শিক্ষার্থীদেরকে বিজ্ঞানের ব্যবহার সম্পর্কে ধারণা দেয়া হয়।

বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।

যশোর হাসপাতালে সেফটিএক্সোন ইনজেকশন সরবরাহ বন্ধ

বিজ্ঞান মানুষকে অনেক অজানাকে জানার সুযোগ সৃষ্টি করে দেয়।

তাই শিক্ষার্থীদেরকে হাতে কলমে লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে হবে।

বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্বারোপ করে যাচ্ছে।

সরকারের এ লক্ষ্য বাস্তবায়ন করতে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি মনোনিবেশ হওয়ার আহবান জানান।

শার্শায় জাতীয় বিজ্ঞান মেলায় উপস্থিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বিকেলে মেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় মোট ২২টি স্টল স্থান পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান,

চরনারচর ইউনিয়নে অনুদানের টাকা প্রদান

সহসভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,

জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা অলোক,

শার্শা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম প্রমুখ।

/ মোঃ জামাল হোসেন

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

One thought on “শার্শায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *