নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের
নওগাঁয় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার পারইল ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের আবুল কালাম আজাদ (৪৮) এবং তাঁর ছেলে সাহাদাত হোসেন (১৮)।
এ ঘটনায় ট্রাকচালক একই গ্রামের সোহান আলীসহ (১৭) আরও একজন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধানসুড়া-আড্ডা আঞ্চলিক মহাসড়কের রামকুড়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুরে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ঝলঝলিয়া থেকে উপজেলার দিকে যাচ্ছিলেন আজাদ ও তাঁর ছেলে সাহাদাত ।
পথে ভাদরন্ড মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
নওগাঁয় ট্রাকের ধাক্কায় এতে মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই আজাদ আলী মারা যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাহাদাত ও ট্রাকচালক সোহানকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ মুক্ত দিবস আজ
পথে আজাদের ছেলে সাহাদতের মৃত্যু হয়। বর্তমানে চালক সোহান রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, ট্রাকচালক সোহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Pingback: আজ ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস - দ্যা বাংলা ওয়াল