দেশব্যাপীপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

শার্শায় ব্র্যাক মানবাধিকার আইন সহায়তা কর্মসূচির আলোচনা

শার্শায় ব্র্যাক মানবাধিকার আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে আলোচনা সভা।

মানব পাচার প্রতিরোধ ও স্বচেতনতা গড়ে তোলার লক্ষে যশোরের শার্শায় ব্র্যাক মানবাধিকার আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে

উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সোমবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন চেয়ারম্যান হোসেন আলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সুধী, সংরক্ষিত মহিলা আসনের সদস্যা, ইউপি সদস্য,

ইউনিয়ন সমাজকর্মী, ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়েল শিক্ষক, কর্মরত এনজিও প্রতিনিধি,

কমিউনিটি পুলিশিং কমিটির প্রতিনিধি, ম্যারেজ রেজিষ্ট্রার, সাংবাদিক, বিজিবি প্রতিনিধি, শিশু প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিআইইএ এর শাহজাদপুর ইউনিটের পূর্নাঙ্গ কমিটি গঠন

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার আইন সহায়তা কর্মসূচির প্রশিক্ষক কর্মকর্তা আজিমুল হক।

তিনি বলেন, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে মানব পাচার প্রতিরোধ স্বচেতনতা গড়ে তুলতে হবে।

শাহজাদপুরে মিরুকে নিয়ে প্রচারণা শুরু করলেন তরুলোদী

মানব পাচারের ঘটনা ঘটার সাথে সাথে মানবাধিকার আইন সহায়তা কর্মসূীচর মানবাধিকার প্রতিরোধ কমিটির মাধ্যমে

শার্শায় ব্র্যাক মানবাধিকার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট রিপোর্ট প্রদান করতে হবে।

গুরুত্বপূর্ণ হাট বাজারে র‌্যালি, নাটক ও মানব পাচার প্রতিরোধে আলোচনা সভা ও সমাবেশের মাধ্যমে গন স্বচেতনতা বৃদ্ধি করাসহ

পাচারকারী দালাল চক্রের তালিকাও চিহ্নিত করতে হবে। এ সময় শার্শা মানবাধিকার আইন সহায়তা কর্মকর্তা জাহানারা বেগম বক্তব্য রাখেন।

/ মোঃ জামাল হোসেন

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

2 thoughts on “শার্শায় ব্র্যাক মানবাধিকার আইন সহায়তা কর্মসূচির আলোচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *