দেশব্যাপীব্যবসা বাণিজ্যপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

কুড়িগ্রামে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত

কুড়িগ্রামে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত। “মুজিব বর্ষের অঙ্গিকার EFD তে NBR” এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে

কুড়িগ্রামে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২০ পালিত। দিবসটি ঘিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

১০ ডিসেম্বর কুড়িগ্রাম নিম বাগানস্থ কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ কার্যালয়ে এক আলোচনা সভায় সহকারী কমিশনার ও

বিভাগীয় কর্মকর্তার মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ,

বিশেষ অতিথি ছিলেন- চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোঃ শেখ বাবুল, কুড়িগ্রাম ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা।

হবিগঞ্জে রিক্সা চালককে পিটিয়ে হাত ভেঙ্গে দিল

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরীর জেনারেল ম্যানেজার আলহাজ্ব মহসিন সাবু, সুপারভাইজার জয়নাল আবেদীন,

ইউনাইটেড প্রেস ক্লাব, কুড়িগ্রাম-এর সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম হোন্ডা বাজার প্রতিষ্ঠানের কর্মকর্তা অনুপ কুমার দেব, সফি মটরস’র ম্যানেজার প্রমুখ।

আলোচনা সভায় মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরীর জেনারেল ম্যানেজার আলহাজ্ব মহসিন সাবু বলেন-মেসার্স জলিল বিড়ি প্রতিষ্ঠান ২০১৯-২০ অর্থ বছরে

সরকারকে ৯ কোটি টাকা রাজস্ব প্রদান করেছে। অথচ জেলার বিভিন্ন হাট-বাজারে অনেক ভুয়া নাম সর্বস্ব বিড়ি কোম্পানি জাল ব্যান্ডরোল ব্যবহার করে

সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে।

তাই কাস্টমস্ বিভাগকে এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নিতে হবে। যাতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত না হয়।

নড়াইলে সাংস্কৃতিক জোট ও মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ব্যবসায়ী প্রতিনিধিদের প্রশ্নের প্রেক্ষিতে কুড়িগ্রাম কাস্টর্ম্সের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তার মোঃ আব্দুল হান্নান জানান,

আমরা ইতোমধ্যে ১৬ লক্ষ পুনঃ ব্যবহৃত জাল ব্যান্ডরোল জব্দ করা করেছি। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের ব্যবসায়িক সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।

/ খাজা ইউনুছ ইসলাম ঈদুল

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

কুড়িগ্রাম সদর করেসপনডেন্ট

Khaja Younus Islam Phone: +8801716670961 E-mail: eduljpk@gmail.com The Amader Somoy: Kurigram Correspondent Weekly Gono Alo: Kurigram Correspondent Weekly Gonokatha: Staff Repoter President, Kurigram Sangbadik Sangsad. BA 1986 Father’s Name: Late Shek Mozzammel Haque Mother’s Name: Most. Johora Bewa Address: Vill: Hinggon Ray (Gostipara), Post: Kurigram Sadar, Kurigram-5600 Blood Group: O+ NID: 865 391 4286

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *