যশোরে ভুয়া ডিগ্রিধারীদের বিরুদ্ধে সোচ্চার ডেন্টাল সার্জনস
যশোরে ভুয়া ডিগ্রিধারীদের বিরুদ্ধে সোচ্চার ডেন্টাল সার্জনস ফোরাম।
যশোরে দন্ত চিকিৎসায় ভুয়া ডিগ্রিধারীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে ডেন্টাল সার্জনস ফোরাম যশোরের নেতৃবৃন্দ।
ওইসব ভুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তারা আদালতের রায়ের কাগজসহ বিভিন্ন প্রমাণপত্র মঙ্গলবার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের কাছে জমা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জনস ফোরাম যশোরের সভাপতি ডা. ইয়াকুব আলী মোল্যা, সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন,
যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কৃষ্ণ সাহা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. শের আলী, দপ্তর সম্পাদক ডা. মাজহারুল ইসলাম,
প্রচার সম্পাদক ডা. মতিউর রহমান সোহাগ সমাজ কল্যাণ সম্পাদক ডা. নাসিম জামান রিফাত।
বেনাপোল চেকপোস্ট শুণ্য রেখায় বাণিজ্য বৈঠক
সভাপতি ডা. ইয়াকুব আলী মোল্যা, সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান,
২০১৩ ও ২০১৬ সালে বিএসসি ইন হেলথ / মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) কোর্স সম্পন্নকারীরা
যশোরে ভুয়া ডিগ্রিধারীদের বিরুদ্ধে দন্ত চিকিৎসা প্রদানের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে দুটি রিট করেন।
আদালত কোর্সের নাম পরিবর্তন করে বিএসসি ইন ডেন্ট্রিস্ট অথবা ব্যাচেলর অব ডেন্ট্রিস্ট নামকরণ করে
বিএমডিসির নিববন্ধনপূর্বক প্রাকটিস রেজিস্ট্রেশন প্রদান করার নির্দেশ দেয়।
ডা. ইয়াকুব আলী মোল্যা ও ডা. আব্দুল্লাহ আল মামুন আরো জানান, ২০১৭ সালে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন
আপিল করে বাংলাদেশ ডেন্ট্রাল সোসাইটি। এরপর আদালত বিএসসি ইন হেলথ / মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) কোর্স সম্পন্নকারীদের
পক্ষের রায়টি বাতিল করেন। রায়ে বলা হয় তারা নিববন্ধনপূর্বক প্রাকটিস রেজিস্ট্রেশন প্রদানের জন্য বিএমডিসিতে যেতে পারবেনা।
এমনকি কোন রোগীর চিকিৎসাসেবা প্রদানও করতে পারবেন না। তারা শুধৃুমাত্র ডেন্টাল টেকনোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
বেনাপোলে ২৪ পিস স্বর্ণের বারসহ আটক ১
ডা. ইয়াকুব আলী মোল্যা ও ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, কিন্তু এরপরেও তারা কেউ কেউ নামের আগে ডাক্তার লিখে রোগীর ব্যবস্থাপত্র দিচ্ছেন।
আবার কেউ কেউ ডিপ্লোমা ও ডেন্টিস্ট পরিচয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এসমব প্রমাণপত্র দেয়ার আগে তারা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের সাথে মতবিনিময় করেন।
এসময় ভুয়া ডিগ্রিধারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, দন্তের ভুয়া ডিগ্রিধারীদের বিভিন্ন প্রমাণপত্র ডেন্টাল সার্জন ফোরামের নেতৃবৃন্দ তারা কাছে জমা দিয়েছেন।
তিনি এগুলো যাচাই করবেন। তারপর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেন্টিস্টস সোসাইটি অফ বাংলাদেশের খুলনা বিভাগের সভাপতি নাজমুল হুদা জানান, তার জানামতে আদালত তাদের মামলার রায় বাতিল করেননি।




Pingback: শার্শায় আইনগত সহায়তা প্রদান বিষয় অধিবেশন - দ্যা বাংলা ওয়াল