জাতীয়খেলাপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

ভারত অস্ট্রেলিয়া দিবারাত্রি টেস্টে রেকর্ড গড়লো ভারত!

৩৬ রানের রেকর্ড গড়লো ভারত! ভারত-অস্ট্রেলিয়া দিবারাত্রি টেস্টে বোলারদের আধিপত্য দেখছে ক্রিকেটবিশ্ব।

অজি বোলারদের দাপটে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়লো ভারত।

১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানই ছিল ভারতের সর্বনিম্ন সংগ্রহ।

এবার তার চেয়েও ৬কমে ৩৬ রান। ৩৬ রানের রেকর্ড রানেই ইনিংস গুটিয়ে গেলো কোহলি বাহিনী।

তৃতীয় দিন ৬২রানে এগিয়ে থেকে শুরু করেছিল সফরকারীরা।হাতে অক্ষত উইকেট ৯টি।

বিধিবাম! অ্যাডিলেডের সকালটা যে ভারতের হলো না।

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা কেন্দ্রে হামলা

শক্তিশালী ব্যাটিং লাইনআপ আঁচ করার আগেই ধসে পড়লো তারা। সকালটা নিজেদের করে নিলেন স্বাগতিক দলের বোলাররা।

ভারত অস্ট্রেলিয়া দিবারাত্রি টেস্টে ভারতের ইতিহাসের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড করে বসলো ভারত।

ভারতের ব্যাটিং লাইনআপে আঘাতটা শুরু করেন প্যাট কামিন্স। নাইটওয়াচম্যান বুমরাকে ফিরিয়ে শুরু সে তাণ্ডবের।

বিএনপি ভাস্কর্য অবমাননার মূল হোতা: সেতুমন্ত্রী

এরপর একে একে পূজারা, কোহলিকে বিদায় করেন এই অজি পেসার। পূজারা ফেরেন শূন্য হাতে। আর অধিনায়ক কোহলির ব্যাট থেকে আসে মাত্র ৪ রান।

হ্যাজেলউডের বোলিং তোপে তাসের ঘরের মতো ধসে পড়ে ভারতীয় লাইনআপ।

রাহানে, ঋদ্ধিমান শাহ, অশ্বিন,মায়াঙ্ক আগারওয়ালারা উইকেটে টিকতে হিমশিম খান রীতিমতো।দু’অঙ্কের ঘরে কেউই রাখতেই পারেননি পা।

টেস্ট ইতিহাসে এটি পঞ্চম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। স্বাগতিক বোলারদের পক্ষে হ্যাজেলউড মাত্র ৮ রান দিয়ে নেন পাঁচটি উইকেট।

প্যাট কামিন্স নিয়েছেন ৪টি উইকেট।

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

2 thoughts on “ভারত অস্ট্রেলিয়া দিবারাত্রি টেস্টে রেকর্ড গড়লো ভারত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *