নড়াইল পৌরসভার হুরজাহান বেগমের পক্ষে শোভাযাত্রা
নড়াইল পৌরসভার প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী হুরজাহান বেগমের পক্ষে শোভাযাত্রা।
আধুনিক নড়াইল পৌরসভা গড়ার প্রত্যয় নিয়ে প্রয়াত মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বসের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার লক্ষ্যে
তার স্ত্রী হুরজাহান বেগমের পক্ষে শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে রুপগঞ্জ বাজার এলাকা এবং
নড়াইল শহর প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালের বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়। পরে এখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রাইভেটকারের বক্সে মিললো ৫ লাখ মার্কিন ডলার
সমাবেশে সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন
জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,
নড়াইল পৌর সভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল বিশ্বাস,
জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা পরিষদের সদস্য নাজনীন সুলতানা রোজী,
সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, যুবনেতা শাহনেওয়াজ তরু প্রমূখ।
নড়াইল পৌরসভার হুরজাহান বেগমের এ শোভাযাত্রা ও সমাবেশে নড়াইল পৌর এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
শ্রীপুরে অসচ্ছল বিধবা মহিলার পাশে স্কাউট সদস্যরা
বক্তারা বলেন, নড়াইল পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসাবে গড়তে গিয়েছিলেন প্রয়াত মেয়র মো: জাহাঙ্গীর বিশ্বাস।
তিনি মারা যাবার পর সেই উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে।
আমরা চাই তার স্ত্রী হুরজাহান বেগম নড়াইল পৌরসভার মেয়র হোক এবং প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করুক।
তাই মাননীয় প্রধাননমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে নড়াইল পৌরবাসীর দাবী প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী
হুরজাহান বেগমকে নড়াইল পৌরসভায় দলীয় মনোনয়ন দেওয়ার জন্য।
Pingback: ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৭ বাংলাদেশি নারী - দ্যা বাংলা ওয়াল