নড়াইলে গণশিক্ষা কার্যক্রমের ভুমিকা কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে ‘মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভুমিকা বিষয়ক জেলা কর্মশালা অনুষ্ঠিত।
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ‘ মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই’।
গতকাল অনুষ্ঠিত নড়াইলে ‘মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভ’মিকা’ বিষয়ক
নড়াইল জেলা কর্মশালায় ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বালিয়াকান্দিতে অতিরিক্ত ডিআইজির শীতবস্ত্র বিতরণ
নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইনের সঞ্চালনে
ভর্চুয়াল প্লাটফর্মে যোগদান করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম পিএইচডি ও অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জম হোসেন,
প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব রনজিত কুমার দাস, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আব্দুর রহমান,
পরিকল্পনা কমিশনের যুগ্ম-সচিব ইসরাত জাহান তসলিম, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রমূখ।
করোনা সংবাদ : পৃথিবীর সমস্ত মানুষের পক্ষে
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ধর্ম, শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাগন এবং
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ মোট ৯০ জন এ কর্মশালায় অংশগ্রহন করেন।
উল্লেখ্য, নড়াইলে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় ৮২টি কেন্দ্রের মাধ্যমে প্রাক-প্রাথমিক, গীতা ও বয়স্ক শিক্ষা কর্মসূচি পরিচালিত হচ্ছে।
Pingback: দাবি আদায়ের লক্ষে ভারতে পেট্রাপোল স্থল বন্দরে কর্মবিরতি - দ্যা বাংলা ওয়াল