রংপুরে রাস্তা দখল করে দোকান নির্মাণ বন্ধের দাবিতে প্রতিবাদ
রংপুর অফসি: রংপুরে রংপুর সিটি বাজারের প্রবেশপথ কৈলাশ রঞ্জন স্কুলের সামনের চলাচলের রাস্তা দখল করে দোকান নির্মাণ বন্দের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে নগরীর সিটি বাজার কৈলাশ রঞ্জন স্কুলের সামনে স্কুলের শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন
সিটি বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক মাসুম মিয়া।
এসময় কাঁচা বাজার ব্যবসায়ি ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাত পোহালে রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচন
প্রতিবাদ সভায় সাবেক সাধারন সম্পাদক মাসুম মিয়া বলেন, রাম মোহন মার্কেটের স্থাপনার পানি নিষ্কাশনের জন্য মার্কেট কর্তৃপক্ষ যে স্থানটুকু রেখেছিলো
সেইস্থানে এখন ড্রেনের উপর দোকানঘর পজেশন বিক্রির পাঁয়তারা চলছে।
রংপুরের ১২ লক্ষ মানুষের একমাত্র কাঁচাবাজার রংপুর সিটি কাঁচাবাজার।
এখানে বিভিন্ন জেলা থেকে প্রায় প্রতিদিন বড় বড় ট্রাক, ভ্যান, পিকয়াপ করে চাউল থেকে শুরু করে অন্যান্য কাঁচা শাখসবজি আসে।
রংপুরে রাস্তা দখল করে আর এই রাস্তাও অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের।
সংবাদকর্মী এম সাইফুর রহমান বাঁচাতে চায়
তারপরেও কর্তৃপক্ষ কেনো নীরব তা আমরা জানি না।
এ ব্যাপারে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে জানতে চাইলে তিনি জানান,
রংপুরের উন্নয়ন আর রাস্তা প্রসস্তকরন আমার আমলেই হয়েছে।
মানুষের চলাচলের রাস্তায় কেউ কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে তারও ব্যবস্থা গ্রহন করা হবে।
/ আব্দুর রহমান রাসেল
Pingback: শাহজাদপুর পৌরসভা নির্বাচনে তরু লোদী বিপুল ভোটে বিজয়ী - দ্যা বাংলা ওয়াল
Pingback: যশোরের বেনাপোলে যুবককে শ্বাসরোধ করে হত্যা - দ্যা বাংলা ওয়াল