শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ
শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে চলছে পৌর নির্বাচনে ভোট গ্রহণ।
সারা দেশে ২৫টি পৌরসভার সাথে সিরাজগঞ্জের শিল্প জনপদ, শাহজাদপুর পৌরসভার নির্বাচন উৎসবমুখর পরিবেশে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন। মোট ৫৪ জন পুরুষ ও নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুন্দর ও সুষ্ঠ পরিবেশে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করায় ভোটারদের মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে ।
সকাল থেকেই ভোটারদের উপস্থিতিও চোখে পরার মতো। পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি।
সার্বিকভাবে পৌর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। যে কোন বিশৃঙ্খলা এড়াতে পুলিশ, র্যাব, দাঙ্গা পুলিশ, আনসার মোতায়েন রয়েছে।
স্ট্রাইকিং ফৌর্স হিসেবে টহল দিচ্ছে বিজিবি সদস্যরা। এছাড়াও কয়েকজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঠে আছেন।
তালার বালিয়া ভাঙ্গনকুল উপ প্রকল্প হস্তান্তর
জেলা প্রশাসক ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ভোট কেন্দ্র পরিদর্শণ করেছেন।
কে হবেন নতুন পৌরপিতা! তা নির্ধারণ করতেই শাহজাদপুর পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করছেন চার জন প্রার্থী।
নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মনির আক্তার খান তরু লোদী,
ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান স্বজল,
হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন থেকে মনোনীত ইমরান হোসেন এবং
শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে লাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মোক্তার হোসেন।
নওগাঁয় সাড়ে ৫০০ কেজি সরকারি চাল উদ্ধার
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটার মেশিন) এর মাধ্যমে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হবে।
প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভাটিতে মোট ভোটার সংখ্যা ৫১ হাজার ৮৬।
এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৩৭১ এবং মহিলা ভোটার ২৫ হাজার ৭১৫ জন। ২৫টি কেন্দ্রের ১৪৭টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।