সেরামের তৈরি ভ্যাকসিন ব্যবহারে ওষুধ প্রশাসনের অনুমোদন
সেরামের তৈরি ভ্যাকসিন ব্যবহারে ওষুধ প্রশাসনের অনুমোদন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করা
করোনা ভ্যাকসিন (কোভিশিল্ড) জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর।
সোমবার সন্ধ্যায় এ অনুমোদন দেয়া হয়। এখন আর ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করা করোনা ভ্যাকসিন আনার ক্ষেত্র কোনো বাধা থাকলো না।
আসন্ন মাওনা ইউপি নির্বাচনে সমর্থন ও দোয়া প্রার্থী
এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা জানান, বেক্সিমকো ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে চুক্তি হয়েছে।
সেই চুক্তিতে উল্লেখ রয়েছে, স্থানীয় অনুমোদনের পর (বাংলাদেশ সরকারের অনুমোদন) সেরাম ইনস্টিটিউট এক মাসের মধ্যেই প্রথম ধাপের টিকা সরবরাহ করবে।
শ্রীপুরে বিদ্যুতের আলোয় পথ চলেন গ্রামবাসী
প্রসঙ্গত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ভারতের সেরাম ইনস্টিটিউট ‘কোভিশিল্ড’নামে করোনার টিকা তৈরি করেছে।
সেরামের তৈরি ভ্যাকসিন এই টিকা কেনার জন্য গত ১৩ ডিসেম্বর সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে চুক্তি হয়েছে।
চুক্তি অনুযায়ী, মোট তিন কোটি ডোজ টিকা পাওয়ার কথা বাংলাদেশের।
Pingback: আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র বিক্রি শুরু হচ্ছে - দ্যা বাংলা ওয়াল