দেশব্যাপীজীবনশৈলীস্বাস্থ্য এবং চিকিৎসাশিরোনামসর্বশেষসব খবর

মাগুরায় ২ মাথাওয়ালা কন্যা সন্তানের জন্ম

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে মাগুরায় ২ মাথাওয়ালা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোনালি বেগম (২৫) নামে এক মা।

মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতাল নামে এক বেসরকারি হাসপাতালে এই শিশুর জন্ম দেন এক মা।

ডা. মাসুদুল হক ওই প্রসূতির শরীরে অস্ত্রোপচার করেন। সোনালি বেগম মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের কৃষক পলাশ মোল্লার স্ত্রী।

জাহান প্রাইভেট হাসপাতালে ডাক্তার মাসুদুল হক জানান, বিকাল ৪ টায় সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম নেয়।

জন্মের সময় বাচ্চাটি স্বাভাবিক কান্নাকাটি ও মলমূত্র ত্যাগ করেছে। বর্তমানে শিশুটি ও মা সুস্থ আছে। শিশুটির মাথা দু’টি।

যশোর হাসপাতাল ইন্টার্ন নির্ভর বিশেষজ্ঞরা বাণিজ্যে ব্যস্ত

তবে দুটি করে হাত পাসহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অন্য নবজাতকের মত স্বাভাবিক। পৃথিবীতে এ ধরণের জন্ম নেয়া শিশুর সংখ্যা খুবই কম।

মাগুরায় ২ মাথাওয়ালা শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের শিশু চিকিৎসক ডা. জয়ন্ত কুমার কুণ্ডু এ বিষয়ে বলেন,

সার্জিক্যাল বিষয় হওয়ায় জোড়া মাথার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে’।

নওমুসলিম পরিবারের খাদ্য ও কম্বল নিয়ে উদ্ভাবক মিজানুর

শিশুটির বাবা মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের পলাশ মোল্লা বলেন, ‘তার স্ত্রী সোনালী বেগমকে শহরের জাহান প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার বিকেলে ৪ টার দিকে হাসপাতালের চিকিৎসক সিজার করলে তার গর্ভ থেকে দুই মাথাওয়ালা এ কন্যা সন্তান জন্ম নেয়।

জন্মের কিছু সময় পর শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

তবে আর্থিক সামর্থ্য না থাকায় তিনি সদ্য জন্ম নেয়া তার দুই মাথাওয়ালা শিশুটিকে আপাতত ঢাকায় নিতে পারছেন না’।

/ বেল্লাল হোসেন

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

যশোর ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

Md. Billal Hossain 01717127716 Father’s Name : Md. Jalal Laskar Mother’s Name: Mist. Shanaj Begum Present Address: Vill: Churamonkati, PO: Churamonkati, PS: Sadar, Dist: Jessore. DoB: 16-11-1987 Education: HSC billalspandan24@gmail.com NID: 914 921 0065 Blood Group: A+

One thought on “মাগুরায় ২ মাথাওয়ালা কন্যা সন্তানের জন্ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *