সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির মাসিক সভা
সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় তালা উপজেলা সুনামের অস্থায়ী কার্যালয়ে মাসিক সভায় কমিটি গঠন করা হয়।
সভায় সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেনের সভাপতিত্ব ও সহ সভাপতি এসএম হাসান আলী বাচ্চু সঞ্চালনায় উপস্থিত সহ- সম্পাদক শাহানাজ পারভিন,
মানবাধিকার সম্পাদক পবিত্র বিশ্বাস, ফয়সাল, আকাশ, আব্দুল্লাহ, খান মামুসহ আরও অনেকে।
নবীগঞ্জে পৌর নির্বাচনী প্রচারণা সভায় ককটেল বিষ্ফোরণ
যশোরে অবৈধ সততা ক্লিনিকে সিভিল সার্জনের তালা
মাসিক মিটিং এ কমিটির বিগত মাসের রেজুলেশন পাঠ শেষে উপজেল সুনাম কমিটির সভাপতি বাবুর আকস্মিক অকাল মৃত্যুেত পদটি শুন্যু হওয়ায়
সভাপতি হিসেবে শেখ ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে এসএম হাসান আলী বাচ্চুকে সাধারণ সম্পাদক করা হয়।
সুরক্ষা নাগরিক অধিকার এবং কমিটির ক্রীড়া সম্পাদক জহর হাসান সাগরের জন্মদিন উপলক্ষে কেকে কাটা হয় সুনাম কমিটি তালা উপজেলার পক্ষ হতে।
Pingback: শ্রীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সমর্থকের হামলা - দ্যা বাংলা ওয়াল