দেশব্যাপীরাজনীতিপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

বরগুনা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ইশতিহার ঘোষণা

বরগুনা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান পৌর মেয়র মোঃ শাহাদাত হোসেন ২৩ দফা নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছেন।

শিশু পার্ক নির্মাণ, বঙ্গবন্ধু মঞ্চ নির্মাণ, মুক্তিযোদ্ধা মার্কেট, নিজ অর্থায়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বি করা,

ডিজিটাল নাগরিক সেবাসহ ২৩ দফা উন্নয়নের লিখিত ইশতিহার ঘোষণা দিয়েছেন।

রবিবার বেলা ১২টায় বরগুনা পৌরসভার পুুলিশ লাইন এলাকায় নিজস্ব বাসভবনে তৃতীয় ধাপের বরগুনা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি।

আগামী ৩০ জানুয়ারি এই পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

ঘোষিত ইশতিহারের মধ্যে রয়েছে, শিশু ও কিশেরদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত শিশু পার্ক নির্মাণ,

বরগুনা সার্কিট হাউজ ময়দানে বঙ্গবন্ধু মঞ্চ এবং দৃাষ্টনন্দন ডি.সি লেক নির্মাণ, সার্কিট হাউজ মাঠের চারপার্শ্বে পরিকল্পিত,

আধুনিক পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, পৌরসভার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কারিগরি প্রশিক্ষণসহ

সিরাজগঞ্জের নির্বাচনে ৩টিতে আওয়ামী লীগ ১টিতে স্বতন্ত্র জয়ী

আয়-বর্ধনমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান, টাউনহল নিউমার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট, তরকারী বাজার নির্মাণসহ

পৌরসভার আওতাধীন সকল তোহাবাজার সমূহ নতুনভাবে সংস্কার করা, শিক্ষিত বেকার যুবকদের আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা,

পৌরসভার নব নির্মিত দৃষ্টিনন্দন বাস টার্মিনালের আদলে ট্রাক টার্মিনাল নির্মাণ করা, বরগুনা পৌরসভার আয়তনকে বর্ধিত করে বৃহত্তর ও

সৃশৃংখল পৌরসভায় রুপান্তর করা, পৌরসভার সকল সড়কে দৃষ্টিনন্দন ও বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইট স্থাপন করা, রাস্তা নির্মাণ করা,

বরগুনা পৌরএলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা, বরগুনা পৌরসভাকে

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে এলাকা ভিত্তিক কমিটি করা, শহরের গুরুত্বপূর্ণ এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কার্যক্রম গ্রহণ করা,

হবিগঞ্জ হাসপাতাল থেকে অক্সিজেন চুরির অভিযোগে আটক

বরগুনা পৌরসভাকে সবুজায়ন, পরিবেশবান্ধব এবং উন্নত বর্জব্যবস্থাপনার শহর হিসাবে গড়ে তোলা, শহরের যানজট নিরসণ করা,

মাননীয় প্রধানমন্ত্রী “মানবতার মা” দেশরতœ জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত “রূপকল্প ২০৪১” অনুযায়ী দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহন করা,

পৌরসভায় ওয়ান স্টপ সার্ভিস চালু করা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে পানির বিল ও হোল্ডিং ট্যাক্স

যাতে জনগণ ঘরে বসে দিতে পারে সে জন্য একটি অ্যাপস তৈরি করা।

বরগুনা পৌরসভা নির্বাচনে নির্বাচনী ইশতিহার ঘোষণার সময় মোঃ শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, তিনি প্রচার প্রচারনা চালাতে পারছেন না।

ঘরের মধ্যে অবরুদ্ধ অবস্থায় আছেন। সেই সাথে তার নেতা কর্মীদের মারধর করাও হচ্ছে।

এমনকি তার প্রাণনাশের হুমকি রয়েছে বলেও তিনি জানান।

/ মিলি রাহা

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

বরগুনা ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

MILI RANI RAHA Mobile: 01731341913 E-mail: joydeb6@gmail.com 20, Shar-e-Bangla Road, Barguna. Date of Birth: 06 December 1991 Father’s Name : Dipak Chandra Raha Mother’s Name: Purnima Rani Raha Blood Group: A- MA GPA-3.88

One thought on “বরগুনা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ইশতিহার ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *