নড়াইলে সালাউদ্দিন শীতলের ঠাট এর শুভ উদ্বোধন
নড়াইলে সালাউদ্দিন শীতলের ঠাট এর শুভ উদ্বোধন।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ হোস্টেল গেট সংলগ্নে এ ঠাটের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এর পরে আলোচনা, দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম।
ঠাটে বিভিন্ন ধরনের রুচিশীল এবং নতুন নতুন কালেকশনের পোশাক বিক্রিয় করা হয়।
ভারতে কারাভোগ শেষে ফিরল ৩৮ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঠাটের মালিক সালাউদ্দিন শীতল বলেন, ঠাট নড়াইলের একটি ভিন্ন ধরনের পোশাকের প্রতিষ্ঠান।
এখানে শিশু, লেডিস ও পুরুষের সকল ধরনের পোশাক বিক্রয় করা হয়ে থাকে। এজন্য ঠাট নাম করন করা হয়েছে।
ভারতের প্রজাতন্ত্র দিবস : বন্দরে আমদানি রফতানি বন্ধ
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হাই সিটি কলেজের শিক্ষক ও কন্ঠ শিল্পী মাহবুব লিটু,সাংষ্কৃতিক কর্মী মাহাবুব- ই রসূল অরুন,
গ্রেভ শিল্পী গোষ্ঠির পরিচালক দিলিপ রাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মোঃ মহিউদ্দিন, অন্তরা সূত্রধর, মধু সরকার, ফারজানা মীমসহ অনেকে।
আজ থেকে ঠাটের যাত্রা শুরু হলো। নড়াইলে সালাউদ্দিন শীতলের ঠাট আগামীর ঠাট বাট সকলের পাশে থাকবে।
Pingback: শ্রীপুরে ক্যারাভান রোড শো উদ্বোধন - দ্যা বাংলা ওয়াল