নড়াইলে কোভিড ১৯ ভ্যাকসিনের কার্যক্রম ২০২১ এর উদ্বোধন
নড়াইলে কোভিড ১৯ ভ্যাকসিনের কার্যক্রম ২০২১ এর উদ্বোধন করা হয়েছো।
আজ রবিবার বেলা ১১ টায় নড়াইল আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ ,নড়াইলের আয়োজনে অনলাইনে যুক্ত হয়ে
এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধম কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে এ কার্যক্রমের শুভ যাত্রা শুরু করলেন ।
এরপর সদর হাসপালের তত্বাবধায়ক ডা ঃ আব্দুস শাকুর,আবাসিক মেডিকেল অফিসার মশিয়ার রহমান বাবু,
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম(বার) ভ্যাকসিন গ্রহন করেন।
নওগাঁয় করোনার প্রথম টিকা নিয়েছেন জেলা প্রশাসক
সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তারের সভাপতিত্বে সভায় , জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদেও চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস,
পুলিশ সপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ আব্দুর শুকুর,
নবনিযুক্ত নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস,
সংসদ সদস্যে মাশরাফির পিতা গোলোম গোতুর্জা স্বপন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বাবু,ডাক্তার,
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মি এ সময় উপস্থিত ছিলেন।
যশোরের শার্শায় করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন
জেলায় এ পর্যন্ত মোট ২৪ হাজার ডোজ টিকা এসেছে। প্রথম ধাপে জেলায় ১৮ বছর বয়সের উর্ধে¦ ২৪ হাজার মানুষকে এ ভ্যাকসিন দেওয়া হবে।
নড়াইলে কোভিড ১৯ ভ্যাকসিনের জেলার তিন উপজেলায় প্রতি টিমে ৬ জন করে ১৬টি টিমের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।
Pingback: নড়াইলে মাদক মামলায় ২ জনের কারাদন্ড - দ্যা বাংলা ওয়াল
Pingback: শার্শা সীমান্তে ফেনসিডিল ও গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক - দ্যা বাংলা ওয়াল