দেশব্যাপীজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

শ্রীপুরে ক্যামিকেল কারখানায় আগুন, আহত ১৬, দগ্ধ ১

শ্রীপুরে ক্যামিকেল কারখানায় আগুন, আহত ১৬, দগ্ধ ১।

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় আজিজ কেমিক্যাল গ্রুপের এ এস এম ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানী লিমিটেডে

অগ্নিকান্ডের ঘটনায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। একজনকে খোঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন কার পরিবারের সদস্য।

বৃহষ্পতিবার বিকেল পৌণে ৫টায় কারখানার ৭তলা ভবনে আগুনের সুত্রপাত ঘটে।

সন্ধ্যা সাড়ে সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভবনটির আগুন নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়া রাজ হোসেন।

আহতদের মধ্যে একজন দগ্ধ হয়েছেন। তিনি ওই ভবনে কর্মরত ইসাহাক আলী (৪৫)।

তিনিসহ ৬জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একজনকে পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে।

অপর ৯জনকে আল হেরা হাসপাতালের চিকিৎসাধীন রাখা হয়েছে।

পারভেজ নামে এক শ্রমিককে খোঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তার ছোট ভাই জাহাঙ্গীর আলম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় বিকট শব্দে কারখানার আশপাশের কমপক্ষে অর্ধশতাধিক বহুতল ভবনের জানালার গøাস ভেঙ্গে পড়েছে।

বিভিন্ন ভবনের লোকজন জানালার ভাঙ্গা কাঁচের আঘাতে আহত হয়েছেন। বিকট শব্দের সাথে সাথে কালো ধোঁয়া ও আগুন পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে।

ঝাঁঝালো গন্ধে আশপাশের পরিবেশ বিষাক্ত হয়ে উঠে। পথচারীরা নিরাপদ আশ্রয়ে যেতে ছুটোছুটি শুরু করেন।

শ্রীপুরে ব্যাংক এশিয়ার নতুন শাখা উদ্বোধন

অগ্নিকান্ডের ঘন্টাখানেক পর এলাকার বাতাস কিছুটা সহনীয় হয়ে উঠে।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়া রাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

কারখানার সাত তলা ভবনের পুরোটাতেই ক্যামিক্যাল উৎপাদন ও সংরক্ষণ করা হতো।

হাইড্রোজেন পারক্সাইডের সংরক্ষিত স্টোরেজ বিস্ফোরণ হয়ে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওই ভবনের প্রত্যেক তলায় নানা ধরণের ক্যামিক্যাল সংরক্ষন করা হতো।

এর মধ্যে রয়েছে ক্লোরিন, বিøচিং পাউডার, কস্টিক সোডা, অ্যালুমিনিয়াম কার্বোহাইড্রেট প্রভৃতি। ওই ভবনে বিকেল আড়াইটা পর্যন্ত উৎপাদন হয়েছে।

শ্রীপুরে ক্যামিকেল কারখানায় অগ্নিকান্ডের সময় কমপক্ষে ২২ জন শ্রমিক ওই ভবনে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুন নেভাতে শ্রীপুর, গাজীপুর, টঙ্গী, ভালুকার আটটি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ভবনের আগুন নিয়ন্ত্রণে থাকলেও নানা ধরণের দাহ্য রাসায়নিক পদার্থ থাকার কারণে আগুন নেভাতে বিলম্ব হচ্ছে।

আগুন লাগার প্রকৃত কারণও হতাহতের ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিক নিরূপণ করা যায়নি।

মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতালের চিকিৎসক রেজবাউল হাসান জানান, ওই কারখানা থেকে ১৬ জনকে তাদের হাসপাতালে আনা হয়।

শ্রীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

তাদের মধ্যে গুরুতর আহত ইসতিয়াক আলী (৫০), আশরাফুল ইসলাম (৩০), মনির হোসেন (৩৫), আমিনুর ইসলাম (৩৮), সুজাউল হক (৩৩) এবং সিলবেসতাকে (২৫)

ময়মনসিংহ মেডকেল কলেজ হাসাপাতাল এবং জামিল ভূঁইয়া (৪১), আকতার উজ্জামান (২৫), শাওন (৩০), নাঈম ইসলাম (২০), রুকনুজ্জামান (২১), টুটন মিয়া (৪৮),

আবির হোসেন (২১), ওয়াসিম (৪০) এবং স্বপন মিয়াকে (২৫) আল হেরা হাসপাতালের চিকিৎসাধীন রাখা হয়েছে। একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

তার পরিচয় জানা যায়নি। স্থানীয়রা অভিযোগ করেন, ওই কারখানার ক্যামিক্যাল উৎপাদন করায় এর আশপাশের বাসিন্দারা

গভীর নলকূপের পানিতে দীর্ঘদিন যাবত বিষাক্ত গ্যাসের উপস্থিতি পেয়ে আসছেন।

কারখানার ভেতরের লোকজন প্রক্রিয়া করে নিরাপদ পানি পান করেন। অথচ স্থানীয়দের ঝুঁকির মধ্যে রেখেছেন।

একাধিকবার প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোহেল রানা জানান, অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতি মেনে কারখানার উৎপাদন চলে। কারখানায় কর্মরত লোকজনও গভীর নলকূপের পানি পান করেন।

অগ্নিকান্ডের ঘটনার ব্যাপারে তিনি বলেন, শোনেছি ৫ থেকে ৬জনের মতো আহত হয়েছেন।

অগ্নিকান্ডের পর আহতদের কাউকে দেখা যায়নি। কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

/ শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

শ্রীপুর (গাজীপুর) করেসপনডেন্ট

# 43 Ataur Rahman SHOHEL E-mail: ataur.sohel88@gmail.com Cell: 01915218424, 01616351565 Education: B. Sc Name: Ataur Rahman SHOHEL Father’s Name: Md. yaiz Uddin Mother’s Name: Mst. Suria akter Permanent: Vill. & PO- Mawna, PS-Sreepur, Dist. Gazipur-1740 DOB: 26-01-1992 Blood Group: B+ National ID No.: 9113438932

One thought on “শ্রীপুরে ক্যামিকেল কারখানায় আগুন, আহত ১৬, দগ্ধ ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *