বেনাপোলে বৈদ্যুতিক তার থেকে মাস্ক পাড়তে গিয়ে নিহত
বেনাপোলে বৈদ্যুতিক তার থেকে মাস্ক পাড়তে গিয়ে নিহত-১।
যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার থেকে মাস্ক পাড়তে গিয়ে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম (৫০) নামে
এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত রফিকুল বেনাপোল ডুবপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৯ ফেব্রæয়ারি) জুম্মার নামাজের পর বড়আঁচড়া গ্রামে নিজ বাড়ির তিন তলার ঝুল বারান্দার পাশ বৈদ্যুতিক তারে তার মুখের মাস্ক উড়ে গিয়ে পড়ে।
বেনাপোলে আমবাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
সেখান থেকে অ্যালুমিনিয়াম পাইপ দিয়ে মাস্ক পাড়তে গিয়ে ঘটনাস্থলেই তার মৃৃত্যু হয়।
এসময় স্থানীয়রা তাকে দ্রæত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় আনসার চ্যাম্পিয়ন
পরে লাশ দাফনের জন্য মরদেহ নিজ গ্রামের বাড়ি ডুবপাড়া নিয়ে যাওয়া হয়।
বেনাপোলে বৈদ্যুতিক তার থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল থানার ওসি অপারেশন আজিজুল ইসলাম বলেন,
পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।