হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত।
হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় রাজু মিয়া (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন।
তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের বালিখাল ব্রীজ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
বেনাপোল ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নিহত রাজু মিয়া বানিয়াচং উপজেলার গুনই গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া নবীগঞ্জগামী একটি মোটর সাইকেল (ঢাক মোট্রো হ ২৫-৭৭৮) বালিখাল ব্রীজের
কাছাকাছি পৌছলে মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের একটি পিলারের সাথে ধাক্কা লাগে। এতে সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
শার্শার নাভারণে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্থানীয়রা চালকসহ ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চালক রাজু মিয়ার মৃত্যু হয়।
রাত সাড়ে ১০ টা পর্যন্ত অপর দুই আহতদেরও পরিচয় শনাক্ত হওয়া যায়নি।
এদিকে, স্থানীয়দের ধারণা ঝড়ের সময় প্রচন্ড গতিতে বাতাস হওয়ায় মোটর সাইকেলের চালক নিয়ন্ত্রন করতে পারেনি। তাই এ দুর্ঘটনাটি ঘটেছে।

Pingback: নড়াইলে স্ত্রীকে মাথার চুল কেটে ন্যাড়া করে দিল স্বামী - দ্যা বাংলা ওয়াল
Pingback: সার্থক শতবর্ষ লেখক: জান্নাতুল ফেরদৌস ডলি - দ্যা বাংলা ওয়াল
Pingback: বেনাপোলে স্বর্ণেবার ও মোটরসাইকেলসহ পাচারকারী আটক - দ্যা বাংলা ওয়াল