শার্শায় বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও শিশু দিবস পালিত
শার্শায় শিশুদের মুখে কেক দিয়ে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও শিশু দিবস পালিত।
‘বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙিন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ১০১ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেন।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় পতাকা উত্তোলন,
কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু এর জন্মশতবার্ষিকী উদ্যাপনে র্যাব-১২
বুধবার (১৭মার্চ) উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
যশোর-১ (শার্শা) আসনের নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
নানা আয়োজনে নওগাঁয় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন
শার্শায় বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,
উপজেলা সহকারী ভূমি কমিশনার রাসনা শারমিন মিথি, সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান,
যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলার সকল সরকারি কর্মকর্তা, থানা পুলিশ,
ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Pingback: ১০১টি বাজির শব্দে ও শোভা যাত্রায় জন্ম শতবার্ষিকী পালন - দ্যা বাংলা ওয়াল
Pingback: বঙ্গবন্ধু হ্যামিলনের বাঁশি ওয়ালার মতো পথ দেখিয়েছেন - দ্যা বাংলা ওয়াল