মাধবপুরে ৬৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
মাধবপুরে ৬৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক।
হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ৬৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতির প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ
বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, রোববার (২৮ মার্চ) সকাল ৬ টা ২৫ মিনিটে মাধবপুরের ৭নং ইউনিয়নের শ্যামপুরের জিন্নাতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- মাধবপুরের বেজোড়া এলাকার আব্দুল মোতালেব ওরফে ফরিদ মিয়ার ছেলে মো. ছায়েদুল মিয়া (৪০) ও
মো. সাজিদ মিয়া (৪৪) এবং আলাই মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৩২)।
শার্শায় মোহনা টিভির সাংবাদিককে হুমকি
মাধবপুরে ৬৩ কেজি গাঁজাসহ পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিদেরকে
জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Pingback: নড়াইল আদালতে মানহানী মামলায় গয়েশ্বর জামিন পেয়েছেন - দ্যা বাংলা ওয়াল
Pingback: নড়াইলে মাদক মামলায় নারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ - দ্যা বাংলা ওয়াল