নোয়াখালী সেনবাগে নিখোঁজের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সেনবাগে নিখোঁজের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার।

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ নিখোঁজের ৪দিন পর উপজেলার কাদরা ইউনিয়নের তেলি পুকুর পাড় এলাকার
খাল পাড়ের মাটিতে পোতা অবস্থায় মোঃ আশ্রাফুল আলম (৬) বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে।
আশ্রাফুলের বাড়ি সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর-শ্রীপুর গ্রামে।
মোংলায় তুচ্ছ ঘটনায় দিনমজুরকে পিটিয়ে রক্তাক্ত জখম
সে ওই গ্রামের রাজ মিস্ত্রী আবুল কাশেমের ছেলে। আশ্রাফুল নানার বাড়ি কাদরা ইউনিয়নের নজরপুর জিতু সওদাগ বাড়ির থেকে পড়ালেখা করতো।
গত শুক্রবার আশ্রাফুল নানার বাড়ি থেকে তেলি পুকুর পাড় এলাকায় এসে নিখোঁজ হয়।
পরবর্তীতে বহু খোঁখুজি করে তার কোন সন্ধান না পেয়ে গত (২এপ্রিল) শুক্রবার সেনবাগ থানায় নিখোঁজ ডাইরি করে।
করোনা প্রতিরোধে যৌথ প্রচারণা অভিযান জেলা প্রশাসন
আজ সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকার আবদুল হামিদ তার বোরো ধান খেত দেখতে গিয়ে খালের পাড়ে মাটিতে
পোতা অবস্থায় আশ্রাফুল মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে ঘটনাটি জানাজানি হয়।
নোয়াখালী সেনবাগে নিখোঁজের খবর পেয়ে শুক্রবার রাত ৮টারদিকে সেনবাগ থানার এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে
সঙ্গীয় পুলিশ ফোর্স শিশুর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
মঙ্গলবার সকালে নোয়াখালী জেনালের হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

Pingback: সেতু নির্মাণ স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কয়েক গ্রামের মানুষের - দ্যা বাংলা ওয়াল