হবিগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত
হবিগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত। হবিগঞ্জের লাখাই উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন।
রোববার ভোরে উপজেলার গুনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে; তার নাম হলো হুমায়ুন মিয়া (৪০)।
প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ দাবী; গ্রেফতার
তিনি মাধবপুর উপজেলা পুড়াইখোলা এলাকার বাসিন্দা।
লাখাই থানার ওসি সায়েদুল ইসলাম জানান, শনিবার রাতে একদল ডাকাত উপজেলার গুনিপুর গ্রামে আসে।
সলঙ্গায় র্যাবের অভিযানে ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেফতার
বিষয়টি গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। এসময় দুজনকে আটক করে গণপিটুনি দেন তারা। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।
হবিগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।
