লকডাউনের ঘোষণায় নড়াইলে ক্রেতাদের উপচে পড়া ভীড়
সর্বাত্মক লকডাউনের ঘোষণায় নড়াইলে বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়।
আগামীকাল ১৪ এপ্রিল বুধবার থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় নড়াইলের বাজারে লকডাউনের মধ্যেও ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যাচ্ছে।
সকাল থেকেই শহরের বানিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজারের মুদি দোকান, কাঁচাবাজার, মাছ বাজার, মাংসসহ নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রী কিনতে ব্যস্ত হয়ে পড়েছে ক্রেতারা।
স্বল্প পরিসরে স¦াস্থ্য বিধি মেনে বাজারে কেনাবেচার কথা থাকলেও সরকারি নির্দেশ অমান্য করে তবুও করছে বেচাকেনা।
সিরাজগঞ্জের সদরে র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাজারে পণ্য কিনতে আসা বেশ কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, আগামীকাল থেকে সর্বাত্মক লকডাউন তাই আগে কেনাকাটা করতে আসছি।
আর একারনেই ক্রেতাদের এমন উপচে পড়া ভীড় ।
এছাড়া লোহাগড়া ও কালিয়া উপজেলা শহরের বাজার গুলোতে ক্রেতাদের ভীড় জমেছে।
মাধবপুরে কুকুরের মৃত্যু নিয়ে দু’গ্রামের বিরোধ নিষ্পত্তি
লক ডাউনের কারণে ভারি যানবাহন না চললেও, ইজি বাইক, ইজি ভ্যান যোগে সাধারন মানুষ বাজারে ছুটে আসছে।
লকডাউনের ঘোষণায় নড়াইলে এদিকে গত ২৪ ঘন্টায় নড়াইলে আরো ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১হাজার ৬শ ৮৮জন।
লকডাউন পালনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জনসচেতনতা মূলক প্রচার ও সঠিক নিয়মে মাস্ক পরার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

Pingback: তালায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের করোনা পজিটিভ - দ্যা বাংলা ওয়াল